ডান্ডিবার্তা রিপোর্ট:
কারিগরি শিক্ষার অবমূল্যায়ন,মানি না মানবো না এই স্লোগানকে সামনে রেখে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের অর্ধদিবস কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ কর্তৃক ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ দিন ব্যাপী অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে ১ম দিন প্রথম কর্যদিবস শেষ হয়। অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, সারাদেশে ১০ম গ্রেডদের উন্নতি করন করা হয়েছে। কিন্তু আমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের কোন উন্নতিকরন করা হয়নি তাই আজ সারা দেশের ন্যায় আমরা নারায়ণগঞ্জের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছি। অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট আমাদের ১ দফা দাবি জানাচ্ছি আমাদেরকে ১০ম গ্রেডে উন্নতি করন করতে হবে। আমরা কেন পিছিয়ে থাকবো আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী। তাই ৩ দিন ব্যাপী এ কর্মসূচি আমরা পালন করছি আমাদের দাবি না মানা হলে আমরা আরো কর্মসূচি পালন করবো। এসময় অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন, মো:শফিউল ইসলাম শামীম, কাজী মো:ফায়েজুল ইসলাম, নজরুল ইসলাম, দেওয়ান মো: সোহান, মিলটন রায়, সোহেল রানা, জামাল উদ্দিন, মোস্তাফিজুর, মো:কামরুজ্জামান, মহিউদ্দিন, কাউছার আলী, মহসিন আলম, জাহিদুল ইসলাম, সুমন চন্দ্র সরকার, আসাদুজ্জামান, বশিরুল্লাহ, শরিফুর রহমান সহ জেলার বিভিন্ন দপ্তরের সকল সার্ভেয়ারগন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯