আজ বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১ | ১৯ রবিউস সানি ১৪৪৬ | রাত ৩:৩৬

সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে ৩৬ টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Sirina Rina | ০১ অক্টোবর, ২০২৪ | ৮:২৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নাসিক ৪ নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে জোবিঅ নারায়ণগঞ্জ   তিতাস গ্যাসের আবাসিক ক্রাশ অভিযানে  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল দুপুরে তিতাস বিক্রয় অফিস নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোঃ ইমরানের নেতৃত্বে এই অভিযান চলে। সরজমিনে জানা গেছে  সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে  অবৈধ গ্যাস সংযোগ রয়েছে ২৩ টি, চুলার সংখ্যা ২৬১ টি, বকেয়ার জন্য ৮টি,  অনুমোদন অতিরিক্ত সংখ্যা ৫টি ও চুলার সংখ্যা ৩৭ টি। ছয়টি  টিমের মাধ্যমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে গ্যাসের রাইজার খুলে জব্দ করা হয়। ,  মোট  বকেয়ার  পরিমাণ ১৩ লক্ষ টাকা, ২ লক্ষ ৪১ হাজার টাকা বকেয়া, নগদ আদায় করা হয়। সর্বমোট ৩৬ টি গ্যাস সংযোগ  বিচ্ছিন্ন করা হয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় হাউজিংবাসী ক্ষোভ  প্রকাশ করেছেন। তারা বলেন গ্যাস সংযোগ  বিচ্ছিন্ন করায় আমাদের দুপুরের রান্না করে লাঞ্চ  খাওয়া হয়নি। হঠাৎ হঠাৎ তিতাস গ্যাসের লোকজন এসে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় হয়রানি ও ভোগান্তির শিকার  হচ্ছি । তারা বলেন তিতাসের চারটি গাড়ি করে ৩০-৩৫ জন গ্যাসের লোকজন এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমরা  গ্যাস বিলের কপি ও  ডিমান্ড নোট দেখালে  তারা বলেন, অফিসে যেতে। তিতাসের কর্মকর্তাদের সাথে পাঁচজন গণমাধ্যম কর্মী  আসলোও  তারা আমাদের বিষয়টি তদন্ত করে দেখিনি। অনেকের বৈধ সংযোগ ও বিচ্ছিন্ন করা হয়েছে বলে দাবি করেছেন হাউজিং বাসী।তিতাসের কর্মকর্তারা কি অভিযান চালালেন, কি কি  জব্দ    করলেন, কয়টি সংযোগ বিচ্ছিন্ন করলেন হাউজিং বাসীর সম্মুখে মিডিয়ার নিকট কোন তথ্য প্রকাশ করেননি তিতাস কর্মকর্তারা। হাউজিংবাসী গ্যাস সংযোগ  বিচ্ছিন্ন করার  ব্যাপারে বলেন, আমরা বৈধ গ্যাস সংযোগ দিয়ে নিয়মিত গ্যাস বিল পরিশোধ করছি। যারা ডিমান্ড  পায়নি তারাও নিয়মিত গ্যাস বিল প্রদান করছে। আমরা সরকারের নিকট নতুন করে গ্যাস সংযোগ বৈধ করার আহবান জানাচ্ছি। আমরা তিতাসের অসাধু কর্মকর্তা ও এলাকার কিছু দালালদের সিন্ডিকেট এর কাছে  জিম্মি  হয়ে থাকতে চাই না। আব্দুল গনি,  মোস্তফা কন্ট্রাক্টর, দেলোয়ার হোসেন, সিদ্ধিগঞ্জ হাউজিং এর সাবেক সভাপতি হাজী আব্দুল আউয়াল তিতাস  কর্মকর্তাদের নিকট হাউজিংবাসীকে গ্যাসের বিলের কপি দেখাতে বলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৭
  • ১৫:৫১
  • ১৭:৩২
  • ১৮:৪৬
  • ৫:৫৮
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা