ডান্ডিবার্তা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার ভুলতা সোনাবো এলাকার ছাত্রদলের কবি নজরুল কলেজের ছাত্র নেতা জাহিদুল ইসলাম (২৮) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বলেন, গত ৫ আগষ্ট রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাইদুল ইসলামকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে পাকুন্ডা এলাকায় গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে একটি পরিত্যক্ত পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে লাশ ঢেকে রাখে। এ ঘটনায় জাইদুলের মা পুষ্প বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ দাফনের ৪৮দিন পর গত সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে রূপগঞ্জের সোনাব গ্রামের সামাজিক কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করে। অবিলম্বে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধন পরে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- নিহত জাইদুল ইসলামের মা পুষ্প বেগম, মামা নুর মোহাম্মদ, দীল মোহাম্মদ, মোহাম্মদ আলী, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা সাইদুল ইসলাম প্রমুখ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯