ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ বন্দরে নাসিক ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ নমুনা বাজার, খালপার এলাকায় মাটির নিচের বৈদ্যুতিক ক্যাবল চুরি করে নেয়ার ফলে বৈদ্যুতিক বাতি বন্ধ হয়ে গেছে। সন্ধ্যা হলেই চলার পথ ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। ফলে চলাচলে ভোগান্তি হচ্ছে বাসিন্দাদের। সেই সাথে ঘটছে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ মূলক কর্মকান্ড। জানা গেছে, তার চুরি হবার পর থেকে নমুনা বাজার থেকে সৈয়ালবাড়ি ঘাট এলাকা পর্যন্ত বৈদ্যুতিক বাতিগুলো জ্বলছে না। প্রায় ২ মাস পেরিয়ে গেলেও এর মেরামতে কোন পদক্ষেপ নেয়া হয়নি সিটি করপোরেশন। স্থানীয়রা জানান, সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে এখন কোন কাউন্সিলর নেই, যাকে এ সমস্যা সর্ম্পকে জানানো যাবে। নমুনা বাজার আর খালপার এলাকায় সন্ধ্যার পর থেকে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। একে তো পথে কোন বৈদ্যুতিক বাতি নাই, এর উপর অন্ধাকের ছিনতাই-চুরি সহ নানা অপরাধের আশঙ্কায় দিন কাটে স্থানীয় বাসিন্দাদের। এতে করে সকলে আতঙ্কিত। এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, ১৯ নং ওয়ার্ডের নমুনা বাজার, খালপার এলাকায় বৈদ্যুতিক বাতির ব্যবস্থা দ্রুত কার্যকর করা হবে। জনসেবা নিশ্চিতে একটি নতুন ধাচে আমরা কাজ করতে যাচ্ছি। আশা করি, সিটি কর্পোরেশনের প্রতিটি এলাকায় জনগণের সেবা দিতে সক্ষম হবো।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯