ডান্ডিবার্তা রিপোর্ট:
৫ আগষ্টের বিপ্লবের পর যে বাংলাদেশ পেয়েছি এখানে কোন চাঁদাবাজ লুণ্ঠনকারীদের স্থান নেই। ব্যক্তিগত আক্রোশে মামলা হামলা দিয়ে কাউকে হয়রানি করে রাম রাজত্ব কায়েম করবেন দেশের ছাত্র-জনতা আর তা হতে দিবে না। ২ অক্টোবর বুধবার চাষাঢ়া ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি আরো বলেন অতীতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এখানে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চক্রান্ত হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কে আপনাদের কাছে আসতে দেওয়া হয়নি। উক্ত মতবিনিময় সভায় মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, জেলা সেক্রেটারী জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, মহানগরী কর্ম পরিষদ সদস্য হাফেজ নাসির উদ্দিন, হাফেজ আবদুল মোমিন, সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও শহরের বিভিন্ন থানা আমীর প্রমূখ। শান্তি শৃঙ্খলার প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই মহতি উদ্যােগকে স্বাগত জানিয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার – বলেন এমন একটি দেশ আমরা চেয়েছিলাম সৃষ্টিকর্তা তাই দিয়েছে। আজকের এই আয়োজন আমাদের মন কেড়ে নিয়েছেন আপনারা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শিপন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সদস্য সচিব জয় রাজ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, মহানগরী পূজা উদযাপন কমিটির সভাপতি বিঞ্চুপদ সাহা,সাধারন সম্পাদক সুশীল দাস, সাংবাদিক তাপস সাহা,সাংবাদিক উত্তম কুমার সহ আরো অনেকে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯