ডান্ডিবার্তা রিপোর্ট:
মহালয়া থেকে আসন্ন দুর্গোৎসব উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হলো জেলার মোট ২১৪ টি মন্ডপে। তবে এর মধ্যে ৬০ টি মন্ডপ ঝুঁকিপূর্ন বলে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। ঝুঁকিপূর্ন এ মন্ডপগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দিয়েছে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। বুধবার (২ অক্টোবর) এক বক্তব্যে এ তথ্য জানান তিনি। এসপি প্রত্যুষ কুমার মজুমদার আরও বলেন, এবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। উদাহরণস্বরূপ অন্যান্য সময়ে যেখানে একটি মন্ডপে ২ জন পুলিশ সদস্য দায়িত্বে রাখা হতো সেখানে এবার ৩ জন পুলিশসদস্য রাখা হবে। আমাদের তালিকা অনুযায়ি সারা নারায়ণগঞ্জে ২১৪ টি পূজা মন্ডপ আছে, সেখানে ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছি ৬০ টি। ঝুঁকিপূর্ন মন্ডপে নিরাপত্তা আরও কড়াকড়ি হবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা শক্ত হাতে মোকাবেলা করা হবে। মহালয়া থেকে প্রতীমা বিসর্জন পর্যন্ত পুলিশ, আনসার, স্ট্রাইকিং ফোর্স, অঙ্গীভূত আনসার, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও সেনাসদস্যরা নিরাপত্তায় থাকবে। প্রসঙ্গত, মহালয়া থেকে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করে সনাতন ধর্মাবলম্বীরা। এরপর ৮ অক্টোবর মহাপঞ্চমী থেকে শুরু করে ১২ অক্টোবর দশমী পর্যন্ত চলবে দুর্গা পূজা। দশমীর দিনেই সিঁদুর খেলা ও বিসর্যনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯