ডান্ডিবার্তা রিপোর্ট:
বন্দরে গভীর রাতে চোরদের ফেলে যাওয়া পিকআপ গাড়ি উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্দর থানার এসআই রফিক পিকআপ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। পিকআপগে থাকা ১টি প্রিন্টার, ১টি ডিজটিাল পাল্লা ও কসমেটিক সামগ্রী জব্দ করে থানায় নিয়ে যায়, এসআই রফিক জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বন্দরের কদম রসুল লতিফ হাজীর মোড়ে এসে পরিত্যক্ত অবস্থায় পিকআপ গাড়ি ঢাকা-মেট্রো-ন-১৬-৪৭২৭ উদ্ধার করা হয়। এসময় চুরি হওয়া দোকানের মালিক শরীফ জানান, তার দোকানের পামের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ থেকে জানতে পারেন রাত প্রায় ৩টার সময় পিকআপটি তার দোকানে সামনে এসে তালা ভেঙ্গে ল্যাপটপ, প্রিন্টার ও ক্যাশ থেকে টাকা চুরি করে নিয়ে যায়। লতিফ হাজী মোড়ের প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার পরে পিকআপটি এ মোড়ে এসে দ্রুত গাড়ির স্ট্যাট বন্ধ না করেই ৪জন লোক দৌড়ে পালিয়ে যায়। চোরদের পিকআপরে পিছনে একটি মাইক্রো আসতে ছিল। চোরেরা মাইকোটিতে ডিবি পুলিশের গাড়ি ভেবে পিকআপটি ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশে সংবাদ দেয়া হয়। পুলিশ এসে পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯