আজ বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১ | ১৯ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৬:২৫

আ.লীগ নেতা সিরাজকে ছাড়াতে  মহানগর বিএনপির তদবির

ডান্ডিবার্তা | ০৩ অক্টোবর, ২০২৪ | ৯:২১ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি:

বন্দরে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত   ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  সাইফুল ইসলামের বাড়িতে  হামলা, ভাংচুর ও লুটপাটের  দায়েরকৃত মামলায় নাসিক ২৭ নং ওয়ার্ডের  সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম ওরফে গরু সিরাজ (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৩ অক্টোবর) রাতে বন্দর থানার  কুড়িপাড়া ভাংতি এলাকার নিজ বাড়িতে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে আওয়ামীলীগ নেতা ও সাবেক কাউন্সিলর গরু সিরাজের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পরলে রাতেই সাবেক কাউন্সিলর সিরাজকে থানা থেকে ছাড়িয়ে নিতে  নারায়ণগঞ্জ মহানগর ও উপজেলা  এবং থানা বিএনপির বির্তকিত কমিটির নেতৃবৃন্দ ব্যার্থ তদবির চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তারকৃত সিরাজকে আদালতে পাঠানোর পূর্ব মুহুর্ত পর্যন্ত  বন্দর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান বাদল ও নাসিক ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ,  সাধারণ সম্পাদক রমজান সহ একাধিক বিএনপি নেতারা প্রকাশ্যে  পুলিশের সঙ্গে দফায় দফায় তদবির করতে দেখা গেছে। এ  ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। গ্রেপ্তারকৃত সিরাজ ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
গ্রেপ্তারের পর থেকে আওয়ামীলীগ নেতা সিরাজকে থানা থেকে ছেড়ে দিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরনসহ বন্দর উপজেলা  ও  থানা বিএনপির নেতৃবৃন্দের রাতভর মোবাইল ফোনে ব্যার্থ তদবির চালানোর খবর পাওয়া গেছে।  তদবিরের বিষয়ে কারো নাম প্রকাশ না করলেও তদবিরের সত্যতা স্বীকার করেছেন মামলার তদন্তকারি অফিসার বন্দর থানার  এসআই আব্দুল জলিল। বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে,  উপজেলার মুছাপুর ইউপির শাঁসনেরবাগ গ্রামের মতিউর রহমানের ছেলে সাইফুল ইসলাম  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ায়   গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার বাড়িত  হামলা চালিয়ে ভাংচুর ও  লুটপাটের ঘটনা ঘটিয়েছে।  এ ঘটনায়  ওই শিক্ষার্থীর পিতা মতিউর রহমান বাদী হয়ে গত পহেলা অক্টোবর  বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ সহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।  এ মামলায় সিরাজুল ইসলামকে অজ্ঞাত নামা আসামি হিসাবে বুধবার রাতে  নাসিক ২৭ নং ওয়ার্ড ভাংতি এলাকায়   নিজ বাড়ি থেকে তাকে  গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৭
  • ১৫:৫১
  • ১৭:৩২
  • ১৮:৪৬
  • ৫:৫৮
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা