আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | দুপুর ১:২৮

দূর্গা পুজোতে ঝুঁকিপূর্ণ কিছুই নেই: অতি:ডিআইজি

ডান্ডিবার্তা | ০৩ অক্টোবর, ২০২৪ | ৯:২২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ পুলিশকে নিরাপত্তার বিষয়ে দিক নির্দেশনা দিতে, নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে মন্ডপ পরিদর্শনের যাত্রা শুরু করেন তিনি। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ নারায়ণগঞ্জ পুলিশের টিম উপস্থিত ছিলেন। পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন হিন্দু নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় রামকৃষ্ণ মিশন, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটি ও নিতাইগঞ্জ  শ্রী শ্রী বলদেব বিগ্রহ মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন। পরিদর্শন কালে সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, মাননীয় আইজিপি মহদয়ের নিদের্শে দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, আমরা আজকে থেকে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করছি। নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সাথে নারায়ণগঞ্জের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছি। পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা দেয়ার জন্য আমরা আজ নারায়ণগঞ্জে এসেছি। পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আমরা আমাদের দায়িত্ব পালন করবো। কোন আশঙ্কা আছে কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এবারের পুজোয় আমরা কোন শঙ্কা প্রত্যাশা করি না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দীর্ঘ শত বছরের ইতিহাস আছে।  অন্তত সুন্দরভাবে বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে তাদের ধর্মীয় রিতিনীতি আচার আচরণ পালন করে আসছে। আমি প্রত্যাশা করি এটা অনেক ভালো ভাবে হবে। ঝুকিঁপূর্ণ মন্ডপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অতিরিক্ত ডিআইজি জাহিদ বলেন, এ বিষয়ে পুলিশ ডিপার্টমেন্ট শতভাগ প্রস্তুতী গ্রহন করেছেন। পুজোতে ঝুঁকিপূর্ণ কিছুই নেই। নির্বাচনে যেমন ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকে কিন্তু পুজোর সময়েও কিছু কিছু মন্ডব থাকে আমরা সেইভাবে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। আমরা আশা করি আমাদের পুলিশের নারায়ণগঞ্জের টিম যথেষ্ট আন্তরিক। আমরা ইতিমধ্যে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও আয়োজকদের সাথে মতবিনিময় সভা করছি। আশা করি এবারও সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সভাপতি প্রবীর সাহা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সোহান আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন সাগর, চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, লাঙ্গলবন্দ পূর্ন স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, দেওভোগ নাগমহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরীসহ নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা