ডান্ডিবার্তা রিপোর্ট:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপি নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। আড়াইহাজারে হিন্দু সম্প্রদায় বিগত ১৭ বছরে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। মন্দির ভাঙ্গা হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের জায়গা জমি দখল হয়েছে।বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে আড়াইহাজার উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথাগুলো বলে। আজাদ বলেন, পূজোকে কেন্দ্র করে আমরা বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি। যেহেতু আমি ঢাকা বিভাগের দায়িত্ব রয়েছি। আমরা দেখেছি সারাদশেই হিন্দু সম্প্রদায় অত্যাচারিত ও নির্যাতিত হয়েছে। স্বৈরাচারী সরকারের সরকারের আমলে গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায় নানাভাবে অত্যাচারিত হয়েছে। এর আগে কিন্তু তারা এতটা অত্যাচারিত হয়নি। আপনারা নাটোর ও কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় কি ঘটনা ঘটেছিল তা দেখেছেন। তিনি বলেন, সারাদেশের মতন আড়াইহাজারও আমরা স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি। সামাজিকতা রক্ষায় হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে সুন্দর ভাবে তাদের পুজো পালন করতে পারে তারই জন্য আমাদের এই কমিটি। তারা সকল পূজা মণ্ডপগুলোতে পাহারায় থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকাহিনী বাহিনীর সমন্বয় করে একটি সুন্দর ও উৎসবমুখর পূজা উদযাপনে আমরা সর্বাত্ম্য সহযোগিতা করব। দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তিনি আরও বলেন, আড়াইহাজারে হিন্দু সম্প্রদায়ের মানুষ গুলোর মধ্যে বেশির ভাগই নিরীহ ও গরীব। শারদীয় দুর্গাপূজায় তাদেরকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি আমরা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করব। আর হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদেরকে একটি কথাই বলব আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন আপনারা কেউ নিজেকে সংখ্যালঘু বলবেন না আপনারা সবাই সমান। সংখ্যালঘু বলতে কোন শব্দ নাই। হিন্দু মুসলিম ভাইয়ে আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই একসাথে মিলেমিশে এদেশে বসবাস করব। আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. এনায়েত হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হারাদন চন্দ্র দেসহ প্রশাসন রাজনৈতিক ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯