ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁয়ে জুবায়ের ও আল আমিনের নেতৃত্বে সুমি আক্তার নামে এক অসহায় নারীর রাতের আঁধারে ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) উপজেলার সাদিপুর ইউনিয়নের মাওলানা বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সুমি আক্তার থানা ও সেনা ক্যাম্পে দুইটি অভিযোগ করেন। জানা যায়, জুবায়ের ও আলামিনের নেতৃত্বে ১৫-২০ জন বুধবার দিবাগত রাতে সুমির নতুন টিনের তৈরিকৃত বাড়ি ভাঙচুর করে পানিতে ফেলে দেয়। এসময় সুমির বড় বোন পার্শ্ববর্তী বাড়ি থেকে টর্চলাইট মারলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হয়। পরে তিনি এর মধ্যে জুবায়ের ও আলামিনকে চিনে ফেলেন। এরপর সন্ত্রাসীরা যাওয়ার সময় সাবমারসিবল, ঘর করার নতুন টিন ও কাঠ নিয়ে যায়। এতে সুমির চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এলাকাবাসী জানায়, সুমিকে ঘর করার ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। কিন্তু সাদিপুর মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো. আতাউল্লাহ এতে রাজি ছিল। কেন রাজি ছিল না এটা তিনিই বলতে পারবেন। এ ঘর তার লোক ছাড়া আর কেউ ভাঙে নাই। আমরা জুবায়ের ও আলামিনকে চিনেছি। ভুক্তভোগী সুমি কান্নাজড়িত কণ্ঠে জানায়, আমি অসহায় এক নারী। আমার ভাই ও বাবা নেই। আমার স্বামী দার্ঘদিন বিদেশ থেকে অনেক কষ্টে ছোট একটু জমি কিনে। এর মধ্যে আমি বাড়ি করতেছিলাম। কিন্তু বুধবার রাতের আঁধারে মাওলানা আবু জাফরের ছেলে জুবায়ের ও আলামিনের নেতৃত্বে ১৫-২০ জন আমার ঘর ভাঙচুর করে লুটপাট চালায়। এতে আমার চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। মাওলানা আবু জাফর বলে আমার জায়গায় নাকি সমস্যা আছে। তাহলে সমস্যা থাকলে উনি কাগজ নিয়ে বসুক। এছাড়া আমি যার কাছ থেকে জায়গা কিনেছি, তার সাথেও কথা বলতে পারে। উনার উদ্দেশ্য হলো জোরপূর্বক জায়গা দখল করা। আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে মাওলানা আবু জাফরের ছেলে জোবায়ের এই অভিযোগকে অসত্য বলেন। তবে তিনি বলেন, তাদের জায়গার সমস্যা আছে। এ সমস্যা শেষ না করে তিনি ঘর তুলতে পারেন না। এ বিষয়ে তালতলা ফাঁড়ির এসআই আশিষ জানান, আমি সরেজমিনে গিয়ে দেখে এসেছি। খুব নির্মমভাবে সুমির ঘর ভেঙেছে সন্ত্রাসীরা। তদন্ত করে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯