ডান্ডিবার্তা রিপোর্ট:
মসজিদ, মন্দির, মাজার ও বাড়িঘরে হামলা ও শ্রমিক হত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ ২নং রেল গেইটে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আঃ হাই শরীফ। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মন্টু ঘোষ, হাফিজুল ইসলাম, জেলা কমিটির সদস্য বিমল কান্তি দাস, সুজয় রায় চৌধুরী বিকু, শোভা সাহা, শিশির চক্রবর্তী, আব্দুস সোবহান প্রমূখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন জেলায় অসংখ্য মাজারে হামলা ও ভাংচুর করা হয়েছে। বিভিন্ন জেলায় মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়েছে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, পাহাড়ি উপজাতীয়দের ওপর নানা প্রকার সাম্প্রদায়িক হামলা ও অত্যাচার করা হচ্ছে। বেশ কয়েকজন পাহাড়ি ছাত্রকে হত্যা করা হয়েছে। স্কুলের শিক্ষকদের ওপর হামলা করা হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায়সংগত দাবি করায় তাদের ওপর গুলি করে হত্যা করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার কোন বাস্তবায়ন আমরা দেখছি না। অবস্থা দেখে মনে হচ্ছে দেশ গভীর সংকটের দিকে যাচ্ছে। অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। শ্রমিকদের দাবি মেনে নিতে হবে। সংস্কৃতির ওপর আক্রমণ বন্ধ করতে হবে। স্বৈরতন্ত্রের পরিবর্তে দেশ ও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার করতে হবে। কোন প্রকার সাম্প্রদায়িক রাজনীতি ও সংস্কৃতি জনগণ মেনে নেবে না।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯