আজ বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১ | ১৯ রবিউস সানি ১৪৪৬ | ভোর ৫:২৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ডান্ডিবার্তা | ০৫ অক্টোবর, ২০২৪ | ৮:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, কোনো ছাড় না দেওয়ার কথা বলেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে স্কটল্যান্ডকে।বিশ্বকাপের বাইরে বাংলাদেশ-ইংল্যান্ড নারী দলের দেখা হয়নি। এবারও তার ব্যতিক্রম নয়। আজ রাত ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। এ দিকে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে হুঁশিয়ারি দিয়েছেন টাইগ্রেসরা।

গতকাল অলরাউন্ডার রিতু মনি বলেছেন, ‘প্রস্তুতি খুবই ভালো, এজন্য ভালো লাগছে। অনুশীলন ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জেতার পরেই সবার মন উৎফুল্ল ছিল। প্রথম ম্যাচ জেতার পরে আমরা একই অবস্থায় রয়েছি। ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছুই আশা করছি। তারা ভালো দল হলেও আমাদের দিক থেকে কোনো ছাড় দেব না আমরা। একটা ভালো লক্ষ্য নিয়ে খেলতে পারলে জয়টা আমাদের কাছেই আসবে।’

একই কথা বলেছেন ব্যাটার সোবহানা মোস্তারি। তিনি বলেছেন, ‘ইংল্যান্ড বরাবরই ভালো। বিশ্ব র‍্যাংকিংয়ে সব সময়েই এক-দুই-তিনের মধ্যে থাকে। আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে। তারপরও আমরা অনেক আশাবাদী। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আমরা অনেক ভালো করেছিলাম, দলটির বিপক্ষে আমাদের বোলিং ইউনিট ভালো করেছিল। আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার। তারপরে ফল বলে দেবে সবকিছু।’

প্রথম ম্যাচ খেলে শারজাহর উইকেট সম্পর্কে ধারণা পেয়েছেন ক্রিকেটাররা। এই বিষয়ে সোবহানা বলেছেন, ‘শারজাহর উইকেট মন্থর আছে, অনেক বেশি মন্থর তা বলব না, ভালো ব্যাটে আসে। কিন্তু আউটফিল্ড অনেক মন্থর। প্রথম ম্যাচে আমাদের ৫-৬টা চার মিস হয়ে গেছে। মাঠের দুই কোনায় ৭২ গজের মতো থাকায় মাঠটা একপাশে অনেক বড়। তবু ঠিক আছে, আমরা মোটামুটি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রথম ম্যাচ দুপুরে হওয়ায় অনেক বেশি গরম ছিল। এবার সবগুলো ম্যাচ রাতে। দেখা যাক কী হয়।’

স্কটিশদের বিপক্ষে বাংলাদেশের মিডল-অর্ডারের এই ব্যাটার ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছিলেন। ৩৮ বলে ২ চারের সহায়তায় করেছিলেন ৩৬ রান। প্রথম ম্যাচটি নিয়ে সোবহানা বলেছেন, ‘সন্তুষ্ট বলব না। আমি দলকে আরো কিছু দিতে পারলে ভালো লাগত। আমি হয়তো অনেক খারাপ মুহূর্তে আউট হয়েছি। নিজের ৫০ রানও হয়নি। আমি থাকলে হয়তো আরো কিছু রান হতে পারত। চেষ্টা করব এমন প্রয়োজনীয় মুহূর্তে যেন আউট না হই।’

সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে একটি ম্যাচ জয়ের কথা বলেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেটি পেয়েছেন তারা। এবার ম্যাচ ধরে ধরে সেমিফাইনালের দিকে তারা এগিয়ে যেতে চান। সোবহানা মোস্তারি বলেছেন, ‘আমাদের যে তিনটি ম্যাচ রয়েছে, সেগুলোর ওপরে তো আলাদা দৃষ্টি রয়েছে। চেষ্টা করব, সেমিফাইনালের জন্য ইংল্যান্ডের ম্যাচটিকে কাজে লাগানোর। এই ম্যাচটি যেন জিততে পারি সেটি অবশ্যই আমাদের বিবেচনায় রয়েছে। এছাড়া বাকি ম্যাচগুলোও আমরা ধরার চেষ্টা করব।’

বাংলাদেশ বিশ্বকাপের ময়দানে ২০১৪ সালে জিতেছিল। এরপরে চারটি বিশ্বকাপের প্রতিটি ম্যাচে হার দেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার বিষয়ে সোবহানা বলেছেন, ‘প্রথম ম্যাচ জেতার পরে দলের একতা ও আত্মবিশ্বাস অনেক ওপরে রয়েছে। দীর্ঘদিন পরে বিশ্বকাপের ময়দানে আমরা ইংল্যান্ডকে পেয়েছি। সবশেষ ওয়ানডেতে তাদের বিপক্ষে আমরা একটা ম্যাচ খেলেছি। আমরা আজকের ম্যাচে শতভাগ সামর্থ্য দিয়ে এগিয়ে যাব। যেখানে যেখানে ভালো করা দরকার- ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আমরা শতভাগ চেষ্টা করব।’

রিতু মনিও বলেছেন, ‘একটা লক্ষ্য নিয়ে এসেছি। বিশ্বকাপে আসলে বলা যায় না, কে জিতবে কে হারবে। যে ভালো খেলবে সে জিতবে। আশা করছি আমাদের ভালো কিছুই হবে।’ তিনি আরো বলেছেন, ‘যে দলেই আসুক না কেন, বরাবরই চেষ্টা করব ইকোনমি বল করার, সেই উদ্দেশ্যেই আমি বল করি। অনুশীলনে ব্যাটারকে ডট বল খেলানোর চেষ্টা করি। এটাই চেষ্টা করব প্রতিটি ম্যাচে। যখন বল করি, তখন নিজেই গণনা করি কতটা বল ডট দিচ্ছি, কতটায় রান দিচ্ছি। ‘গতকাল ঐচ্ছিক অনুশীলনে অংশ নিয়েছিলেন জাহানার আলম, দিশা বিশ্বাস, দিলারা আক্তার, সুলতানা খাতুন, তাজ নেহার, মুর্শিদা খাতুনরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৭
  • ১৫:৫১
  • ১৭:৩২
  • ১৮:৪৬
  • ৫:৫৮
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা