ডান্ডিবার্তা রিপোর্ট:
শনিবার (৫অক্টোবর) সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং স্বৈরাচার পতনের আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠন এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আতাউর রহমান আক্কেল এর সভাপতিত্বে এবং পেশাজীবি নেতা প্রফেসর তাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ রুবেল, মহানগর যুবদলের সাবেক সদস্য মাইনুল হোসেন, বিএনপি নেতা কামরুল হাসান স্বপন, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ন-সম্পাদক মনির হোসেন খান, ফারুক হোসেন, যুবদল নেতা গোলাপ হোসেন ভূইয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ওসমান, মোহন প্রমূখ। আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে পৃথিবীর ইতিহাসে অন্যতম নিষ্ঠুর এক স্বৈরাচারকে ঝেটিয়ে বিদায়ের মাধ্যমে বাংলাদেশের জনগন আজ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। সুদীর্ঘ এই আন্দোলন সংগ্রামে আমরা যেভাবে আমাদের বিপ্লবী নেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে অবিচল ছিলাম ঠিক তেমনিভাবে আমরা ওনার নেতৃত্বে চাদাবাজ, দখলবাজ মুক্ত সমাজ ও দেশ গড়ার কাজে সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবো।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯