ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বদী এলাকার মাদ্রাসা ছাত্র আদিব হোসেনকে অপহরণ করার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এই মানববন্ধন করেন। এসময় এলাকাবাসীও এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্নাদী বাজারে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আবুজর গিফারী (রা.) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল্লাহ হাসেমী মোহতামিম আবুজর গিফারী রাঃ মাদ্রাসা, মাওলানা মোঃ রাসেদুল ইসলাম, মাওলানা রেজাউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা গ্রেপ্তারকৃত তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং অপহরণের সাথে আরও যারা জড়িত রয়েছেন তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল সিলেট শাহজালাল মাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেন। এর আগে মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যায় মাদ্রাসা থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় গত ৩ অক্টোবর দিনগত রাতে অপহৃত মো. আদিবের মা আরিফা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেফতাররা হলেন সোনারগাঁয়ের নোয়াগাঁও পরমেশ্বরদী গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহফুজ ওরফে ফরহাদ (৩১), জামপুর ইউনিয়নের বস্তল গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শাহেদ মিয়া (১৯) এবং বারদী ইউনিয়নের দৌলরদী গ্রামের শহিদুল্লাহর ছেলে রাইয়ান (১৮)। পুলিশ ও অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যায় আরাফাত নগদ মাদ্রাসা থেকে মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলামের ছেলে মো. আদিব হোসেনকে অপহরণকারীরা তার বাবা মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন বলে খবর দেয়। পরে তার বাবাকে এয়ারপোর্ট থেকে আনতে যেতে হবে বলে মাদ্রাসা থেকে কৌশলে ডেকে অপহরণ করে সিলেট নিয়ে যান তারা। এসময় মাদ্রাসার শিক্ষকরা আদিবকে মাদ্রাসায় না পেয়ে তার মাকে ফোন করেন। তার মা ও আত্মীয়স্বজন আদিবকে বিভিন্ন স্থানে খোঁজ করেন। পরে ওইদিন রাত ৯টার দিকে অপরিচিত দুটি মোবাইল ফোন থেকে আদিবকে অপহরণ করা হয়েছে বলে জানায়। একপর্যায়ে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন তারা। পরদিন সকাল ১০ টার দিকে আদিবের মামীর কাছে পুনরায় ফোন করে মুক্তিপণের টাকা না পাওয়া গেলে আদিব ও তার মামাতো ভাই নাসিম মিয়াকে হত্যা করে মরদেহ টুকরো করা হবে বলে হুমকি দেয়। পরে বিষয়টি অপহৃত আদিবের পরিবার সোনারগাঁ থানায় জানালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আদিবের অবস্থান সনাক্ত করে অভিযান শুরু করে। পরবর্তীতে গত ৩ অক্টোবর রাতে সিলেট পুলিশের সহযোগিতায় শাহজালাল মাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত আদিবকে উদ্ধার করে।এসময় অপহরণে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, অপহৃত মাদ্রাসা ছাত্রকে সিলেট থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত তিন অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯