ডান্ডিবার্তা রিপোর্ট:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর ৮টি পূজামন্ডপে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহযোগীতা প্রদান করেন সংগঠনটির কর্ণধার। শনিবার (৫ অক্টোবর) বাদ আছর নগরীর দেওভোগস্থ জান্নাত কনভেনশন হলে এ আর্থিক সহযোগীতা প্রদান করেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি প্রজেক্ট চেয়ার রোটারিয়ান দিদার খন্দকার। এসময়ে উপস্থিত পুজামন্ডপের দায়িত্বে থাকা নেতৃবৃন্দদের উদ্দেশ্যে রাজনীতিবিদ রোটারিয়ান দিদার খন্দকার বলেন, আমি সব সময় বিছিন্ন ভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। অমৃত পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। এইবারই সবাইকে এক সাথে নিয়ে বসছি। আগামীতে আরও বড় পরিসরে আপনাদের নিয়ে বসতে চাই। আপনারা শুধু আমরা জন্য দোয়া করবেন যেন, সব সময় এই ভাবে আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। যে কোন ধরনের সহযোগীতা প্রয়োজন আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি মনে করি ধর্ম যার যার উৎসব সবার। আসন্ন শারদীয় দুর্গোৎসব সবাই মিলে এক সাথে পালন করবেন। কোন সমস্যা হলে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনাদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করবো। নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ড’র সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি ক্লাব চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, মশিউর রহমান শাকিব, সেক্রেটারী এ্যঠ.ি ধনঞ্জুয় গুহ জয়, ভাইস প্রেসিডেন্ট মামুনুর রহমান, সদস্য মির্জা আনিসুর রহমান খুকুন, এ্যাড. মনিকা সাহা, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ষফি উদ্দিন সোহেল, মিঠু খন্দকার ও রোটারিয়ান দিদার খন্দকারের সহধর্মীনী সাহিনা খন্দকার, পপি রানী সরকার, মামুন প্রধান সহ অন্যন্যা নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা ৮টি পূজা মন্ডপের দায়িত্বে থাকা নেতৃবৃন্দদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯