![](https://www.dundeebarta.com/site/wp-content/uploads/2024/06/dbarta-logofinal.png)
ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেছেন, রাষ্ট্র গড়তে হলে সোনার মানুষ চাই আর সেই সোনার মানুষ গড়ার কারিগর হলেন ইমাম ও শিক্ষকরা। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ও ইমামদের সঙ্গে গণশিক্ষা কার্যক্রমের বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, মানুষের ওপর অত্যাচার করে যে ধন সম্পদ অর্জন করে সে সম্পদ মানুষ খেতে পারেন না। যেটার বাস্তব উদাহরণ আমাদের বর্তমান প্রেক্ষাপট। অনেকে অল্প সময়ে শত শত হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন পরবর্তীতে দেখা যায় তারা নিজেদের বাড়িতেই থাকতে পারেন না, পালিয়ে বেড়াতে হয়। শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, শিশু বয়সে আপনারা বাচ্চাদেরকে যে নৈতিক শিক্ষা দিচ্ছেন এটা রাষ্ট্রের সম্পদে পরিণত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত আমি নারায়ণগঞ্জে অনুপস্থিত থাকার কারণে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এরপরে ৫ আগস্ট পর্যন্ত আমি যথাসাধ্য চেষ্টা করেছি অপ্রীতিকর কোনো ঘটনার যেন না ঘটে। ডিসি বলেন, সামনের দুর্গাপূজাকে ব্যবহার করে অনেকে অনেক অঘটন ঘটিয়ে রাষ্ট্রকে দোষারোপ করতে পারেন। তারা অপপ্রচার চালাবেন যে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, তাই আপনারা আপনাদের মিম্বর থেকে ঘোষণা করবেন ইসলাম ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থানকে স্বীকৃতি দেয়। পাশাপাশি তাদের নিরাপত্তার ব্যাপারেও খেয়াল রাখতে বলেন মাহমুদুল হক। এ সময় ইসলামী ফাউন্ডেশনের ইমাম শিক্ষকরা তাদের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ। এ সময় ইসলামী ফাউন্ডেশন নারায়ণগঞ্জের ডিজি মোহাম্মদ জামাল উদ্দিন এবং ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন কেন্দ্রের ইমাম ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯