আজ বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১ | ১৯ রবিউস সানি ১৪৪৬ | রাত ৩:৫০

কুতুবপুরের প্রত্যেকটি পূজা মন্ডপ পাহারায় থাকবো

ডান্ডিবার্তা | ০৫ অক্টোবর, ২০২৪ | ৯:৩০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাঁচটি মন্দির কমিটির সাথে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা করেন ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দরা। ৫ই অক্টোবর রোজ শনিবার পাগলা বাজারে শ্রী শ্রী লোকনাথ মন্দিরের দোতালায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শ্রী শ্রী রাধা গোবিন্দ ডিজে মন্দিরের সভাপতি মনোরঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, এ সময় হাজী শহীদুল্লাহ তার বক্তব্যে বলেন আমরা যারা কুতুবপুরে বসবাস করি আমাদের ভিতরে হিন্দু, মুসলমান কোন ভেদাভেদ নাই, আমরা ছোট থেকেই এখানে যারা রয়েছেন আমরা  সকলেই বন্ধুত্বের মতো চলেছি, বিগত দিনে আপনারা যেভাবে শারদীয় দুর্গা উৎসব পালন করেছেন এবারও আপনারা সুন্দর ভাবে দুর্গা উৎসব পালন করবেন। আমরা সব সময় আপনাদের  নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখবো, আমার নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ দল যার যার দেশ সবার, তারি লক্ষ্যে  ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটুর নির্দেশে থানা এবং কুতুবপুর ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীরা কুতুবপুরের সকল মন্দিরগুলো পাহারায় থাকবে।  দুষ্কৃতিকারীরা কোন ষড়যন্ত্র যেন না করতে পারে। উক্ত মত বিনিময় সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন  ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি, অন্তর জেলা ট্রাক চালক ইউনিয়ন মিনি ট্রাক চালক পাগলা শাখার কার্যকারী সভাপতি মোহাম্মদ বাবুল আহমেদ, এ সময় বাবুল আহমেদ তার বক্তব্যে বলেন আমরা কুতুবপুরে যারা বসবাস করি যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন কেউ আমাদের ভাই কেউ আমাদের বন্ধু। সকলকে নিয়ে আসছে শারদীয় দুর্গা উৎসব ঝাঁকজমক পাবে উৎসবমুখর পরিবেশে আমরা পালন করব, যাতে করে শারদীয় দূর্গা উৎসবে কুতুবপুরের কোন মণ্ডপে কোন ষড়যন্ত্রকারীরা কোন প্রকার ষড়যন্ত্র করতে না পারে। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে  উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল আলম হিমেল, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ,শ্রী শ্রী পাগলনাথ দিও সীতারাম মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী অন্ময় চন্দ্র মোহন্ত, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি বকুল চন্দ্র দাস, পাগলা পশ্চিমপাড়া যুব সংঘ মন্দিরের সভাপতি ডাক্তার অনিল চন্দ্র দাস, পাগলা কামালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন দাস, চন্দ্রজিত বারই নির্মল চন্দ্র দাস দুলাল দাস স্বপন ঝলক দাস সহ আরো অনেকেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৭
  • ১৫:৫১
  • ১৭:৩২
  • ১৮:৪৬
  • ৫:৫৮
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা