আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ৭:২১

ময়লার গাড়ি নিয়ে সাবেক উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

ডান্ডিবার্তা | ০৫ অক্টোবর, ২০২৪ | ৯:৩১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৯টি ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থপনার কাজে ব্যবহৃত গাড়ি নিয়ে সাবেক উপ-প্রকৌশলী উৎপল বড়ুয়ার বিরুদ্ধে তেলেসমাতির অভিযোগ তুলেছেন সেখানকার দায়িত্বে থাকা কর্মকর্তারা। তাদের দাবি সাবেক এই কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে দীর্ঘ এক বছরেও বেশি সময় ধরে বিভিন্ন কৌশলে হয়রানি করে যাচ্ছেন তাদের। সিদ্ধিরগঞ্জস্থ থানায় ১০টি ওয়ার্ড রয়েছে। এইসব ওয়ার্ডের বর্জগুলো নিয়োগপ্রাপ্ত এই এরিয়ার বর্জ ব্যবস্থাপনা সুপারভাইজার আসাদুজ্জামান নূর দীর্ঘ ১০ বছর যাবত তার আরও ৫ সহযোগী ড্রাম ট্রাক চালক আকতার হোসেন, ব্যাকু লোডার মো: জাহাঙ্গীর এবং ড্রাম ট্রাক চালক নয়ন, হৃদয় এবং নিজামের মাধ্যমে ময়লা আবর্জনা ওয়ার্ডগুলো থেকে নিয়ে নারায়ণগঞ্জের আল-আমীননগর এলাকায় ফালাতেন। বর্জ পরিবহনের কাজে ব্যবহার করা হতো ৩ টনের দুটি গাড়ি এবং ১০ চাক্কার দুটি বড় গাড়ি। সবকিছু স্বাভাবিকভাবে পরিচালিত হলেও ২০২৩ সালের ডিসেম্বর মাসে সিটি করপোরেশন সাবেক উপ-প্রকৌশলী উৎপল বড়ুয়া নিজের ক্ষমতাবলকে অপব্যবহারের মাধ্যমে দায়িত্বে থাকা এই কর্মকর্তাদের চাকরি থেকে পদত্যাগ করান বলে অভিযোগ তুলেছেন তারা। এরপর পটপরিবর্তনের পর গত সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে তারা পূনরায় দায়িত্ব পাওয়ায় আবারও হয়রানি করার পায়তারা করে যাচ্ছেন তিনি। পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক জসিম মিয়াকে সাথে জড়িত করে বানোয়াট গল্প সাজাচ্ছেন। ভুক্তভোগী আসাদুজ্জামান নূরের ভাষ্যমতে, গত বছর উৎপল বড়ুয়া সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ভুলভাল বুঝিয়ে তিনিসহ তার সহযোগী কর্মকর্তাদের পদত্যাগ করাতে বাধ্য করান। তখন উৎপল বড়ুয়া মেয়রকে লিখিত চিঠির মাধ্যমে বুঝিয়েছিলেন সিদ্ধিরগঞ্জে সবগুলো ওয়ার্ডের ময়লা বহনের জন্য একটি ১০ চাকার গাড়িই যথেষ্ট। তার ভাষ্য, ছিল বেশি গাড়ি যাতায়াতে বেশি ডিজেল খরচ হয়। আর এতে অতিরিক্ত টাকা ব্যয় হয় সিটি করপোরেশনের। এরপর তখন তিনি এইসব ভুলভাল বুঝিয়ে মেয়রকে দিয়ে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেন। পরবর্তীতে আমরা কাউন্সিলেদের কাছে বিস্তারিত তুলে ধরলে তাদের স্বাক্ষরিত সুপারিশ নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার মো: জাকির হোসেনের সঙ্গে দেখা করলে তিনি মানবিক দিক বিবেচনায় পূনরায় চাকরি ফিরিয়ে দেন। তবে আমাদের যুক্ত হবার পর থেকেই উৎপল বড়ুয়া ফের চাকরি খাবার চেষ্টা করছেন। তথ্যমতে, সাবেক এই উপ-প্রকৌশলী বিভাগীয় মামলার আসামি। তার বিরুদ্ধে সিটি করপোরেশনের তেল চুরির অভিযোগ রয়েছে। আরেক ভুক্তভোগী রানা জানিয়েছেন উৎপল বড়ুয়া তাকে দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাকে দিয়ে অভিযোগপত্রে স্বাক্ষর করিয়েছিলেন।অভিযোগের সত্যতা জানতে সাবেক উপ- প্রকৌশলী উৎপল বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা