আজ বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১ | ১৯ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৬:৩১

তৃনমূলকে গুরুত্ব দিতে চায় বিএনপি

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৪ | ৯:৫১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বিএনপির তৃনমূল নেতাদের গুরুত্ব দিয়ে রাজনীতিতে এগুচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলকে সুসংগঠিত করতে হলে তৃণমূলের বিকল্প দেখছে না জেলা বিএনপির নেতৃবৃন্দ। ইতিমধ্যে তৃনমূল নেতাদের নিয়ে জেলার বিভিন্নস্থানে সভা সমাবেশ করে যাচ্ছেন দলটির নেতৃবৃন্দ। এতে একদিকে যেমন নেতা কর্মীদের মনোবল বৃদ্ধি পাচ্ছে অপরদিকে দল সুসংগঠিত হচ্ছে বলে দাবি করছেন বিএনপির নীতি নির্ধারকরা। এছাড়াও সরকার পতনের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের সঙ্গে নিয়মিত বৈঠক করে আসছেন। বিভিন্ন জেলায় সমাবেশের আয়োজন করে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন। সাংগঠনিকভাবে নেতাদের সঙ্গে বৈঠক করছেন দফায় দফায়। তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। নির্বাচন ঘিরে হাইকমান্ডের এমন তৎপরতা চোখে পড়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, তারেক রহমান সবসময় তৃণমূলকে গুরুত্ব দিয়ে আসছেন। আন্দোলন থেকে শুরু করে যেকোনো কর্মসূচি পালনে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সবার মতামতের ভিত্তিতে সংগঠনকে ঢেলে সাজাচ্ছেন। আন্দোলন কর্মসূচিতে সক্রিয়দের সামনে আনা হচ্ছে। নিষ্ক্রিয়দের সাইড বেঞ্চে রাখা হচ্ছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনাকে অনুসরন করে নারায়ণগঞ্জেও বিএনপির নেতৃবৃন্দ তৃনমূলকে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগুচ্ছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, বিএনপি নির্বাচনমুখি দল। এখন আমাদের একটাই লক্ষ্য নির্বাচন। মানুষ এক যুগ ধরে ভোট দিতে পারছেন না। তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চলমান আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা সেই লড়াইয়ের মাঠে আছি। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। হাইকমান্ড আমাদের আগের চেয়ে বেশি মাঠে থাকার নির্দেশনা দিচ্ছেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব বলেন, আমাদের বিরোধী দলে থেকেই মাঠে থাকতে হবে। নির্বাচন আদায় করে নিতে হবে। সে জন্য এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। যাতে প্রয়োজনীয় কাজ শেষ করে সরকার দ্রুত নির্বাচনের দিকে যেতে পারে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদেরকেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই নির্দেশনা দিচ্ছেন। তিনি বলেন, তৃণমূলকে সতর্ক থাকার কথা বলেছেন তারেক রহমান। তিনি সবসময় তৃণমূলকে গুরুত্ব দিয়েছেন। তৃণমূলকে আরও সুসংগঠিত করতে চেষ্টা করছেন। চাঁদাবাজ-দখলদারদের নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। যত বড় নেতাই হোক কাউকে ছাড় দিচ্ছেন না। আমাদের বলেছেন অপকর্মকারীদের আইনের কাছে সোপর্দ করতে। আমাদের সঙ্গে হাইকমান্ড বৈঠক করেছেন। সামনে আরও বৈঠক হওয়ার কথা রয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, কোনোভাবেই জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে জনগণ বিরক্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। নির্বাচন আদায়ের জন্যই মাঠে কাজ করতে হবে। পতিত সরকারের দোসররা যাতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে না পারে সে জন্য সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বিএনপির হাইকমান্ড বরাবরই তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে আসছে। তৃণমূলকে শক্তিশালী করার জন্য নানা দিকনির্দেশনা তিনি দিচ্ছেন। তিনি আরো বলেন, বিগত সময়ে বিএনপির দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীরাই দলের পক্ষে থেকে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছেন। এক/এগারোর সময় ষড়যন্ত্র হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। ষড়যন্ত্র ছিল বিএনপির বিরুদ্ধে, সে সময় তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তৃণমূল নেতাকর্মীদের কারণে তা সম্ভব হয়নি। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সে সময় সব ষড়যন্ত্র প্রতিহত করেছেন। তৃণমূল নেতাকর্মীরা হলেন বিএনপির প্রাণ। রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার-আচরণেও গুণগত পরিবর্তন জরুরি। তাই কোনো প্রলোভন কিংবা উসকানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ছাত্র-জনতার কাংখিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রাপথে বাংলাদেশের পক্ষের শক্তিকে হয়তো আরও ত্যাগ স্বীকার করতে হবে। আরও কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ সন্ত্রাস-সংঘর্ষ-প্রতিশোধ কিংবা প্রতিহিংসার নয়। সেই পথ হবে ধৈর্য-সহনশীলতা এবং সমঝোতার। সূত্রমতে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যেখানেই দলের অপকর্ম দেখছেন সেখানেই শোকজ-বহিষ্কার এমনকি মামলা দেওয়ার নির্দেশনাও দিচ্ছেন। তৃণমূল নেতাদের কাছ থেকে দলের সাংগঠনিক অবস্থার পাশাপাশি অপকর্মকারীদের তথ্য নিচ্ছেন। ইতিমধ্যে দলীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত দশটি এজাহারও দায়ের করা হয়েছে। দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার কিংবা পদ স্থগিত করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৭
  • ১৫:৫১
  • ১৭:৩২
  • ১৮:৪৬
  • ৫:৫৮
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা