রূপগঞ্জ প্রতিনিধি :
রূপগঞ্জে আইয়ুব আলী নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় শ্রমিকলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার মধ্য রাতে উপজেলার তারাবো ও পলখান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ উপজেলার তারাবো হাটিপাড়া এলাকার মৃত আরব আলীর ছেলে ও তারোব পৌরসভা সড়ক পরিবহন শ্রমিকলীগ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (৫১) এবং পলখান এলাকার রুস্তম মোল্লার ছেলে ও দাউদপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জামান মোল্লা (২৮) । গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি। বাদী আইয়ুব আলী ওই মামলায় উল্লেখ করেন, গত ৫ আগষ্ট বিকেল ৫ টার দিকে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মানিক মিয়ার বাড়ির সামনে পৌছুলে আসামীরা আইয়ুব আলীর পথগতিরোধ করে। এক পর্যায়ে আইয়ুব আলীকে এলোপাথারি ভাবে মারপিট করে। পরে ধারালো অস্ত্র দিয়ে পেটে পোঁচ মেরে গুরুতর আহত করলে নারীভুরি বের হয়ে যায়। এক পর্যায়ে আসামীরা হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করে পেটে ও বাম ও ডান পায়ে জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা কাকরাইল এরেরা হসপিটাল ও পরে বনশ্রী ফরাজি হাসপাতালে চিকিৎসা নেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯