আজ সোমবার | ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ৩:৩৮

মেহেদির অত্যাচারে অতিষ্ঠ ট্যাংকলরি মালিক সমিতি ও এলাকাবাসী 

ডান্ডিবার্তা | ০৬ অক্টোবর, ২০২৪ | ১০:০১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

গোদনাইল বার্মাষ্ট্যান্ডের মেহেদী এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন মেহেদী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ – ০৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের হাত ধরে শুন্য থেকে শত কোটি টাকার কুমির বনে গেছে।  তার আছে বিশাল অট্রালিকা,পেট্রোল পাম্প,ফ্লোডিং পাম্প,বিলাশ বহুল গাড়িসহ অসংখ্য তেলের গাড়ি,বউ বাচ্চাদের নামে অঢেল সম্পত্তি। খোঁজনিয়ে জানা যায়, বিগত বছরগুলোতে জেট এ ওয়ান বিমানের তেল সরবরাহের জন্য নয় হাজার লিটারের ১২৭ টি গাড়ি পেট্রোবাংলার সাথে চুক্তিবদ্ধ হলেও মেহেদিসহ কয়েকজন মালিক আওয়ামীলীগের ক্ষমতা ব্যবহার করে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। তারা সিন্ডিকেট করে  ৩৬ হাজার লিটারের তেলের গাড়ি নির্মান করেন। যার মধ্যে মেহেদির গাড়ি নাম্বার:- ঢাকা মেট্রো- ড  ৪১-০৬৩২। সুত্রে আরো জানা যায় তার নিজস্ব ৩৬ হাজার লিটারের গাড়ি দিয়ে পদ্মা ডিপো থেকে সিলেট বিমান বন্দরে তেল সরবরাহ করে যা সরবরাহ করার কথা ছিলো বিমান বন্দরের ডিপো থেকে। সে এখন এলাকায় গাড়ী ব্যবসায়ীদেরকে ম্যানেজ করে তাদের দিয়ে  ৩৬ হাজার লিটারের গাড়ি চালু করার পায়তারা করছে। সেজন্য  অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কে  দিন যাপন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক  কে ডি এ এর এক কর্মকর্তা জানান, বিমানবন্দর ডিপোর নিয়ন্ত্রক নামে পরিচিত ইসমাইলের(ডিপার) সাথে মোটা অংকের বিনিময়ে এয়ারপোর্টে থেকে তেল নেয়ার পরিবর্তে গোদনাইল পদ্মা অয়েল কোম্পানি থেকে তেল সিলেট এয়ারপোর্টে  পরিবহন করে যাচ্ছে। মেহেদির বিরুদ্ধে  বন্দর লক্ষন খোলা রেল লাইন এলাকার এক নিরীহ মহিলার জমি আত্মসাৎ এর অভিযোগ পাওয়া যায়। মেহেদী  গোদনাইল   মৌজার  অনেক নিরীহ মানুষদের কৃষি জমি দখল করে গরুর খামার,মাছের খামারের ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। তার বাহিনীর ভয়ে কেউ মুখ খোলতে পারেনাই। আওয়ামিলীগ সরকারের পতনের পর নারায়নগঞ্জের সাবেক এম পি শামিম ওসমান, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিগংরা এলাকা থেকে পালিয়ে গেলেও তাদের দোসর আনোয়ার হোসেন মেহেদি এখনো এলাকাতে আছেন বহাল তরবিয়তে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর  মেহেদির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি  হত্যা মামলা দায়ের হয়।  মামলা নং ২৭ তারিখ ২৭-০৮-২৪ ও মামলা নং ২৫ তারিখ ২৬-০৮-২৪। হত্যা মামলার আসামি হয়েও দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছে তিনি।  তার এই অবাধ ঘুরাঘুরিতে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। মেহেদী গ্রেফতার না হওয়াতে  এলাকাবাসী,ছাত্র- ছাত্রী ও অভিবাবকদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। এলাকাবাসী জানায়, মেহেদির ভাইয়েরা একসময় যে ট্যংকলরিতে চাকুরি করতো আজকে সেই ট্যাংকলরি এসোসিয়েশনে সভাপতি এই মেহেদি।মেহেদি সভাপতি হওয়ায় তার অন্যান্য ভাইয়েরে এই এসোসিয়েশনকে নিজেদের সম্পত্তি মনে করে আসছে তাই তাদের কথার বাহিরে কোনো শ্রমিক যেতে পারেনা যারা তাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্চিত করে ও পদ্মা অয়েল কোম্পানির ভিতরে প্রবেশ করতে বাধা গ্রস্ত করেন। কয়কজন ড্রাইভারের সাথে কথা বলে জানা যায়,এই মেহেদিগংরা পদ্মা ডিপোর জেট এ ওয়ান তেলের মিটার পয়েন্টে তাদের আধিপত্য বিস্তার করে প্রতিটি পরিবহনে তারা ন্যায্য তেল না দিয়ে সেন্টির নামে হাজার হাজার লিটার তেল তারা অন্যত্র বিক্রি করে সরকারি এই প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পদ্মা অয়েল কোম্পানিকে কেন্দ্র করে মেহেদী অঢেল সম্মত্তির মালিক হয়েছেন। এই সম্পদের হিসাব নিতে দুদকের  হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এলাকাবাসী আরো বলেন, আওয়ামিলীগ সরকারের সাবেক এম পি শামিম ওসমানের প্রভাব খাটিয়ে সে নিজেকে  পদ্মা অয়েল কোম্পানির ডন মনে করেন,যার কারনে সে ডিপোর বড় বড় কর্মকর্তাদেরকে অন্যত্র বদলি করিয়ে দেয়ার ভয় দেখিয়ে ডিপোতে তেল নিতে আসা ভোক্তাদেরকে  মিটার ট্যাম্পারিংয়ের মাধ্যমে তেল কম দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন যার প্রমান কয়েকটি জাতীয় চ্যানেলের প্রতিবেদনে উঠে এসেছিলো। আওয়ামীলীগ সরকার পতনের পর সে বর্তমানে এলাকার কিছু বি এন পি নেতাদের যোগসাজশে এবং তাদের বাড়িতে বিভিন্ন  উপহার সামগ্রী দিয়ে  তাদের সাথে লিয়াযু করছে বলে জানায় এলাকাবাসী।  তার অপকর্মের বিরুদ্ধে এতোদিন কেও মুখ না খুওললেও সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা