ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় রুবেল(৩১) নামের এক যুবক জোসনা (৪৫)নামের ৩ সন্তানের জননীর বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে অনশনে বসেছেন। গতকাল রবিবার সকাল দশটায় কুতুবপুর ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতেই এ ঘটনা ঘটে। প্রেমিক রুবেল জানান গত সাত বছর আগে লং নাম্বারে পরিচয় হয় জোসনা বেগমের সাথে, তারপর থেকে বিভিন্ন সময় রুবেলের সাথে ফোনে কথা বলতেন তিন সন্তানের জননী জোসনা বেগম, গত ২ সেপ্টেম্বর প্রেমিক রুবেলকে নিয়ে গাজীপুরে পালিয়ে যায় ৪৫ বছরের তিন সন্তানের জননী জোসনা বেগম। সেখানে ৩০ বছরের প্রেমিক রুবেলের সাথে ৪৫ বছরের জোসনা বেগম বিয়ে ছাড়া একমাস সংসার করেন। গত দুই অক্টোবর প্রেমিক রুবেল কে রেখে গাজীপুর থেকে নারায়ণগঞ্জে পালিয়ে আসেন প্রেমিকা জোসনা বেগম। ৪৫ বছরের জোসনা বেগমের স্বামী ও দুই ছেলে একটি কন্যা সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ১৮ বছর, মেজো ছেলের বয়স ১২ বছর এবং ছোট কন্যা সন্তানের বয়স দুই বছর। রুবেল শরীয়তপুর জেলার নড়িয়া থানা বাবু খানটিয়া গ্রামের দ্বীন ইসলাম মোল্লার ছেলে, একই গ্রামের কাশেম গাজীর মেয়ে জোসনা বেগম। প্রেমিক রুবেলের অভিযোগ স্বামী থাকা সত্ত্বেও জোসনা বেগম আমার সাথে সম্পর্কে জড়িয়েছেন এবং তিনি আমাকে বিয়ের জন্য আশ্বস্ত করেছেন। প্রেমিক রুবেল আরো জানান গত ৪ অক্টোবর জোসনা বেগম আমাকে ফোন করে তাকে নারায়ণগঞ্জ থেকে নিয়ে যাওয়ার জন্য বলেন আমি এখানে আসলে তিনি আমার সাথে বিয়ে বসবেন না বলে জানান। এইদিকে জোসনা বেগমের স্বামী আব্দুল হাকিম জানান, আমার তিনটি সন্তান রয়েছে, এত কিছু জানার পরেও আমি আমার সন্তানদের জন্য আমার স্ত্রীকে ছাড়তে পারবো না। এ ঘটনা নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তোলপাড় দেখা দিয়েছে, বিষয়টি এলাকাবাসী জানাজানির পর ফতুল্লা থানায় ফোন দিলে পুলিশ এসে স্থানীয় মেম্বারের মাধ্যমে বিষয়টি সমাধান করে দুজনকে তাদের পরিবার হাতে তুলে দেয়।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯