ডান্ডিবার্তা রিপোর্ট:
শহরের কিল্লারপুর এলাকায় একটি জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে শিল্পগোষ্ঠী প্রাইম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সবজি বিক্রেতা শাহজাহান সাজু। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। পরে পাল্টা জিডি করেন ব্যবসায়ী বাবুলও। সাজু অভিযোগ করেন, শহরের কিল্লারপুর এলাকায় শীতলক্ষ্যা হাউজিং সোসাইটির ভেতরে গোলাম ফাত্তা নামে এক ব্যক্তির মাধ্যমে ২০০৬ সালে ৪ শতাংশ জমি বায়না সূত্রে কেনেন। পরে সেখানে তিনি বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। ২০১২ সালে জোহা ব্রাদার্সের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে জমিটি দখল করার পায়তারা করছেন আবু জাফর আহমেদ বাবুল। এরই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর দুপুরে তার বাড়ির সামনে গিয়ে ওই জমি দখল নিতে হুমকি-ধমকি দেয় বলে অভিযোগ ভুক্তভোগী সাজু। ভুক্তভোগী শাহজাহান সাজু শহরের দ্বিগুবাবুর বাজারে সবজি বিক্রি করেন। তিনি বলেন, ‘আমি যখন জমিটি কিনি গোলাম ফাত্তা তখন শীতলক্ষ্যা হাউজিং সোসাইটির দায়িত্বে ছিলেন। তখন ফাত্তা সাহেব আমাকে জমিটির দলিল (রেজিস্ট্রি) করে দেননি। আমার মতো অন্য যারা তখন কিনেছিলেন তাদেরও দলিল করে দেননি। আমি আগে গাড়ি চালাতাম, এখন দ্বিগুবাবুর বাজারে সবজি বিক্রি করি। আমার সকল সঞ্চয় ও পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিক্রি করে শীতলক্ষ্যা হাউজিং এ জমিটি কিনি। সেখানে চারদিকে দেয়াল এবং উপরে টিনসেড দিয়ে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করছি। এখন পাওয়ার অব অ্যাটর্নির কথা বলে এই জমিটি দখল নিতে চান বাবুল সাহেব।’ ৫৫ বছর বয়সী সাজু বলেন, ‘বাবুল সাহেব পাওয়ার অব অ্যাটর্নি পাওয়ার পর বিভিন্ন সময় তার সাথে কথা হয়েছে। তিনি বিভিন্ন দফায় আমার কাছ থেকে ৩ লাখ টাকাও নিয়েছেন কিন্তু আজ দেবো কাল দেবো বলে জমিটি আর রেজিস্ট্রি করে দেননি। এখন আমাকে বলছেন, এই জমি ছেড়ে কিংবা তার কাছে বিক্রি করে অন্য কোথাও চলে যেতে। আমার তো এখন আর যাওয়ার কোনো জায়গা নেই’ এই বিষয়ে গত আগস্টের ১৮ তারিখ থেকে এ পর্যন্ত একাধিকবার পুলিশের উপস্থিতিতে বিষয়টি মিমাংসার চেষ্টা হয়েছে বলেও জানান শাহজাহান সাজু। তিনি বলেন, ‘সর্বশেষ ১ অক্টোবর রাতে সদর থানায় বর্তমান ওসি সাহেবের রুমে আমরা বসি। ওই সময়ও আমি জমি না ছাড়লে আমার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার হুমকি দেন বাবুল সাহেব।’ যদিও এর আগে এসব অভিযোগ অস্বীকার করে আবু জাফর আহমেদ বাবুল জানিয়েছিলেন, তিনি সাজুকে কোনো হুমকি দেননি। আর সাজুর কাছে জমি কেনার বিষয়ে বৈধ কোনো কাগজপত্র নেই।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯