আজ শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৬ পৌষ ১৪৩১ | ১৮ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ৮:২৩

রূপগঞ্জে ভূমিদস্যু আরমান ও তার সযোগিরা আবারো বেপরোয়া

ডান্ডিবার্তা | ০৭ অক্টোবর, ২০২৪ | ৮:৩৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

স্বপ্ন ভিলেজ নামক আবাসন কোম্পানির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ভুমিদস্যু আরমান মোল্লার বিরুদ্ধে আবারো জমি দখলের অভিযোগ ওঠেছে। একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক জমি দখলে নিয়েছে। সন্ত্রাসী আরমান মোল্লা আওয়ামী সরকারের আমলে রাতারাতি কয়েকশ কোটি টাকার মালিক বনে গেছেন। তিনি বাগবের, কেয়ারিয়া, ইছাপুরা এলাকার নিরীহ শত শত লোকের জমি দখলে নিয়ে বিক্রি করেছেন। কেউ প্রতিবাদ করলেই চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করতো। এখনো একটি সন্ত্রাসীমহল ওই ভুমিদস্যুর পক্ষ নিয়ে সাধারণ জণগণের জমি দখলে নিতে বাউন্ডারী ও গেইট দিয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকার হাজারো মানুষ ফুঁসে উঠেছে। আওয়ামী লীগের ওই নেতাকে সহযোগিতা করছেন কয়েকজন সাংবাদিক। তাদের বিরুদ্ধেও মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী এলাকাবাসী। জানা গেছে, গত শনিবার ভুমিদস্যু আরমান মোল্লার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে বাগবের এলাকার রহিজউদ্দির ছেলে জজ মিয়া, সানাউল্লাহর ছেলে অনিক, হাসেনের ছেলে রিটন, নাজিরের ছেলে ইমনসহ ৩০-৪০জন পশি মৌজার ৮৪৬ ও ৮৪৭ নং দাগের ৮৯ শতাংশ জমি দখলে নেয়। এ সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলে যায়। কৃষকদের জমির বাউন্ডারী ও গেইট ভেঙে তারা দখলে নেয়। এদিকে সন্ত্রাসী ও ভুমিদস্যুতের হোতা আওয়ামী লীগ নেতা আরমান মোল্লা বাদী হয়ে ক্ষতিগ্রস্তদের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দিয়ে সাংবাদিক ইসরাফিল মিয়াসহ জমির মালিক গোয়ালপাড়া এলাকার আফাজউদ্দিন, মেহেদী হাসান রকি, কেয়ারিয়া এলাকার মাহমুদ হোসেন টিটু, ঢাকার বনানী এলাকার বাসিন্দা ওয়াজিউল্লাহসহ ৩০জনকে হয়রানি করছে। এলাকাবাসী জানান, ভুমিদস্যু আওয়ামী লীগ নেতা আরমান মোল্লার সাথে যৌথভাবে স্থাণীয় কৃষকের জমি দখলের পায়তারা করছে কয়েকজন সাংবাদিকও। তাদের বিরুদ্ধেও মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। সন্ত্রাসী আরমান মোল্লা কয়েকদিন আগেও জোরপূর্বক জমি দখলের চেষ্টা মামলায় ১মাস জেল খেটেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবার এলাকাবাসীর দায়ের করা মামলায় অভিযুক্ত হচ্ছেন কয়েকজন সাংবাদিকও। অভিযুক্ত আরমান মোল্লাকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, আরমান মোল্লা ভুমিদস্যু কিনা তা জানা ছিল না। তবে ক্ষতিগ্রস্ত কোনো কৃষক অভিযোগ দিলে তা আমলে নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা