ডান্ডিবার্তা রিপোর্ট:
জলাবদ্ধতা ফতুল্লাবাসীর অন্যতম সমস্যা। বর্ষা আসলেই সামান্য বা অতি বৃষ্টিতে ডুবে যায় ফতুল্লার অধিকাংশঞ্চল। জলাবদ্ধতা নিরসনে এবার স্থানীয়বাসীদের সাথে আলোচনায় বসেছে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী। সোমবার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয়বাসী তাদের দীর্ঘদিনের জলাবদ্বতার সমস্যার কথা তুলে ধরে সমাধান করার অনুরোধ করেন।স্থানীয়বাসীদের উদ্দেশ্যে রিয়াদ মোহাম্মদ চৌধূরী বলেন, অতিতে যারা ক্ষমতায় ছিলেন তাদের স্বদিচ্ছা থাকলে এতোদিনে হয়তো জলাবদ্ধতার মতো দূর্বিসহ সমস্যা সমাধান হয়ে যেতো। তারা সেটা করেনি। তারা শুধু পানিতে নেমে ফটোশেসন করেছেন। এলাকাবাসী এই সমস্যা সমাধানে অনেক দৌড়ঝাপ করেছেন, তাদের নিকট বার বার গিয়েছেন কিন্ত সমাধান করার শুধুমাত্র আশ্বাস দিয়েছেন। তবে সমাধান করে দেয়নি। এ সময় তিনি সমাধান করার বিষয়ে বলেন,আমি আপনাদের নিয়ে জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারের উচ্চ মহলে যাবো। জলাবদ্ধতা দূর করার জন্য এবং সমাধানে আমি অতিতেও যেমন ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতে ও থাকবো য ইনশ আল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আউয়াল, পৌষাপুকুর পাড় পাঞ্চায়েত কমিটির উপদেস্টা মোহাম্মদ রশীদ, সভাপতি মোসলেম উদ্দিন মুসা, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান আজাদ, ব্যবসায়ী মোঃ সাইদুল,ইউপি সদস্য মাঈনুদ্দিন মিয়া, পৌষাপুকুর পাড় মসজিদ কমিটির সহ-সভাপতি হবুল মিয়া,আব্দুল কাদির, স্থানীয় মুরুব্বি জাহাঙ্গির মিয়া, তরুন ব্যবসায়ী জনি, মোঃ আসলাম,বিএনপি নেতা মান্নান, শামীম হোসেন সহ লালপুর, পৌষাপুকুর পাড়, গাবতলী, ইসদাইর, টাগারপাড়ের বাসীন্দারা।ইতিমধ্যেই রিয়াদ মোহাম্মদ চৌধূরী জলাবদ্ধতা নিরসনে বিকল হয়ে থাকা জেনারেটর পাম্প চালু করে দিয়েছে। সেক্ষেত্রে জেনারেটর পাম্প সংস্কার সহ পাম্প পরিচালনাকারীর বকেয়া বেতন নিজ অর্থায়নে পরিশোধ করে তা সচল করে দিয়েছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯