আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | সন্ধ্যা ৬:০০

ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত উল্রাহ গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ০৮ অক্টোবর, ২০২৪ | ৭:৪৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্ট থেকে ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত উল্লাহ আজমত (৫০) কে গ্রেফতারের পর ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে  র‍্যাব-১১’র সদস্যরা।গ্রেফতারকৃত আজমত উল্লাহ আজমত ফতুল্লা মডেল থানার কাঠেরপুল এলাকার মৃত কালু ড্রাইভারের পুত্র। সোমবার রাতে তাকে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে সোমবার রাতে আজমত উল্লাহ কে গ্রেফতার করে দিবাগত রাত তিনটার দিকে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে  র‍্যাব-১১’র সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর   গুলি বর্ষন সহ হত্যার ঘটনায়  ফতুল্লা মডেল থানায় আজমতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি আরো জানান,ফতুল্লা থানায় আগস্ট মাসে ২২ তারিখে দায়ের করা ইব্রাহিম হত্যা মামলার ২২ নাম্বার এজাহারনামীয় আসামী। সেই মামলায় আজ(মঙ্গলবার)  দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে তার বিরুদ্ধে থাকা অপর মামলাগুলোতে পরবর্তীতে শোন এরেস্ট দেখানো হবে। নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় আসামীরা ধরাছোয়ার বাইরে রয়েছে। নিহত জাহিদুল ইসলামের পরিবারের অভিযোগ, আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেফতার করছেনা। এর আগে, গত ৫ আগষ্ট সন্ধ্যায় রূপগঞ্জের সোনাবো এলাকা থেকে ডেকে নিয়ে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় রাত ১০টার দিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকান্ডের ঘটনায় জাহিদুল ইসলামের মা পুষ্প আক্তার বাদী হয়ে ২৪ জনকে নামীয় ও অজ্ঞাত ৫/৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে, হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় এলাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী অব্যাহত রেখেছেন। নিহত ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের মামা নুর মোহাম্মদ জানান, বাগিনা জাহিদুল ইসলাম তার মা পুষ্প আক্তারকে নিয়ে রূপগঞ্জ উপজেলার সোনাব এলাকায় নুর মোহাম্মদদের বাড়িতেই বসবাস করে আসছেন। জাহিদুল ইসলাম রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক হিসেবে রাজনিতী করতেন।  বিগত স্বৈরাচারি সরকারের আমলে ডজন খানেকেরও বেশি রাজনৈতিক মামলায় জেল খেটেছেন। সোনাব এলাকার বাড়ির জমি নিয়ে একই এলাকার জাকির হোসেন, নাজমুল হোসেন, রাসেল, আবু বক্করদের সঙ্গে নুর মোহাম্মদদের বিরোধ রয়েছে। ওই জমি নিয়ে আদালতে মামলাও চলমান। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবাদ করায় একাধীকবার প্রতিপক্ষের সন্ত্রাসীরা জাহিদুল ইসলামকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। গত ৫ আগষ্ট দেশের রাজনৈতিক বিশৃংখলার পরিস্থিতির সুযোগে সন্ধ্যা ৭টার দিকে সোনাব এলাকা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পার্শবর্তী সোনারগাঁও উপজেলার পাকুন্দা এলাকায় নিয়ে জাকির হোসেন, নাজমুল হোসেন, রাসেল, আবু বক্করসহ আসামীরা প্রথমে দড়ি দিয়ে বেঁধে মারপিটসহ নির্যাতন চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পাকুন্দা কড়ইতলা পুকুরের কচুরিপানার নিচে গুমে উদ্দেশ্যে লুকিয়ে রাখে। পরে খবর পেয়ে সেখান থেকে জাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনৃশংলা পরিস্থিতি অস্থিতিশিল থাকায় এবং রাস্তাঘাট বন্ধ থাকায় ময়না তদন্ত ছাড়াই জাহিদুলের মরদেহটি দাফন সম্পন্ন করা হয়। পরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে গত ১৬ আগস্ট নিহতের মা পুষ্প আক্তার বাদী হয়ে ২৪ জনকে নামীয় ও অজ্ঞাত ৫/৭ জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গত ২৩ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমানের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়না তদন্ত সম্পন্ন করেন। নুর মোহাম্মদ অভিযোগ করে আরো জানান, ঘটনার প্রায় দুই মাস পার হয়ে গেলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আসামী গ্রেফতার ও ফাঁসির দাবিতে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত রেছেছেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতরের চেষ্টা চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা