আজ সোমবার | ২৩ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ | ২০ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ৪:৫১

আড়াইহাজারে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সভা

ডান্ডিবার্তা | ০৮ অক্টোবর, ২০২৪ | ৭:৫৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

আড়াইহাজারে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত  মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষেধ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  দুপুরে খাগকান্দা নৌপুলিশ ফাড়িঁতে  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন  আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান। বিশেষ অতিথি  ছিলেন, নৌপুলিশের নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি নুরুল আমিন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা   এনায়েত হোসেন, খাগকান্দা নৌ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্টানে স্থানীয় জেলেসহ গন্যান্য ব্যাক্তিবর্গ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে নাহিদুর রহমান বলেন, আমরা মাছে-ভাতে বাঙালী। ইলিশ আমাদের জাতীয় মাছ এবং বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম। এ সময় ইলিশ সবচেয়ে বেশি ডিম ছাড়ে, একটা ইলিশ লক্ষ লক্ষ ডিম ছাড়ে। সুতরাং ইলিশ মাছের পরবর্তী সুষ্ঠু বংশবৃদ্ধির জন্য জেলেদের নির্ধারিত সময় পর্যন্ত মাছ ধরা থেকে বিরত থাকতে সচেতন করেন। গরীব জেলেরা যাতে খাদ্য সহায়তা পায় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে এবং জেলে তালিকা হালনাগাদের ব্যবস্থা করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা