ডান্ডিবার্তা রিপোর্ট:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নির্দেশনা মোতাবেক না.ঞ্জ সদরে শারদীয় দূর্গাপূজা-২০২৪;উপলক্ষে পূজা মন্ডপগুলোর নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্যাগণ দায়িত্বপালন করবেন। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় চত্বরে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তফা কামাল’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। প্রাধান অতিথি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য বলেন যে,বর্তমানে পরিবর্তীত পরিস্থিতিতে কোন গোষ্ঠী যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য আপনাদের উপর যে দায়িত্ব প্রদান করা হয়েছে তা যথাযথ ভাবে পালন করবেন। কোন অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে সে লক্ষে সকলে মিলেমিশে দায়িত্ব পালন করতে হবে।কোন দূর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে অবগত করতে বলেন এবং ৯৯৯ এ কল করে জানানোর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে অবগত করতে বলেন। সভায় জানানো হয়,নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার মোট ৭৭টি পূজামন্ডপে মোট -৫১২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। ৮ অক্টোবর মঙ্গলবার হতে ১৩ অক্টোবর পর্যন্ত সকল আনসার ও ভিডিপি সদস্যগণ পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিতে নিরলস ভাবে কাজ করে যাবে। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক খায়রুল আলম, ফাতেমা বেগম ও সুলতানা ইতি। এছাড়াও নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন উপজেলা কোম্পানি কমান্ডার, আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের কমান্ডার,দলনেতা ও দলনেত্রীগণ উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯