ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা শাহাদাত বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে। গত ৫ আগস্টের পর থেকেই সোনারগাঁয়ে বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের নাম ভাঙিয়ে শাহাদাত হোসেনের নেতৃত্বে এলাকায় প্রভাব বিস্তার ও চাঁদাবাজির ব্যাপক মহাৎসব গড়ে তুলেছে। শাহাদাত বাহিনী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে চরকিশোরগঞ্জ গজারিয়া ফেরিঘাটে নোঙর করা ড্রেজার ও বলগেট থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি করে আসছে। আর এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের উপরে চলে নির্মূল অত্যাচার ও নির্যাতন। এলাকার নিরীহ মানুষ ও ব্যবসায়ীরা তার ভয়ে আতঙ্কিত। ঠিক একইভাবে গত ৫ই অক্টোবর চরকিশোরগঞ্জ গজারিয়া ফেরিঘাটে শাহাদাত বাহিনীর চাঁদাবাজিতে বাঁধা দেয়ায় আশাবুদ্দিন মন্টু নামের এক ব্যক্তিকে তারা বেদম মারধর করেছে জানাগেছে। পরেরদিন আশাবুদ্দিন মন্টু সোনারগাঁ থানায় শাহাদাত বাহিনীর ৫ সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৯/১০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে আশাবুদ্দিন মন্টু বলেন, গত ৫ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে চরকিশোরগঞ্জ গজারিয়া ফেরিঘাটে মো. শহিদ (২৫), পিতা- জালাল ২। বাবু (২২), পিতা- রহমত উল্লায় ৩। রিমন (২৫), পিতা- আমান উল্ল্যাহ ৪। আসাদুল্লাহ (২৫), পিতা- মৃত, আব্দুস সাত্তার ৫। মহিন (২২), পিতা- নূর ইসলাম উভয় সাং- চর হোগলা থানা সোনারগাঁসহ অজ্ঞাতনামা ৯/১০ জন সন্ত্রাসীরা চাঁদাবাজি করার সময় আমি তাদেরকে চাঁদাবাজি করতে বাঁধা প্রদান করিলে উপরোক্ত সন্ত্রাসীরি আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গাল মন্দ করেন। এবং পূর্ব শত্রুতার জের ধরিয়া পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে তাহাদের প্রত্যেকের হাতে থাকা ধারালো রামদা, ছেনা, চাকু, চাপাতি, এসএস পাইপ, পাঠলেঠা ও. দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া আমাকে ভয়-ভীতি দেখাইয়া এলোপাথারী কিল, ঘুষি মারিয়া আমার নীল ফুলা করে। অতঃপর আমি মাটিতে লুটাইয়া পড়িলে দেশীয় লাঠি-সোঠা দিয়ে আমার হাতে অন পিঠে ও শরীরের বিভিন্ন অংশে আমাকে মারধর করিয়া নীলা ফুলা করে। পরবর্তীতে আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে উপরোক্ত বিবাদীগন আমাকে পরবর্তীতে দেখে নিবে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক ওলিউর রহমান বলেন, চাঁদাবাজিতে বাঁধা দেয়ায় আশাবুদ্দিন নামের এক ব্যক্তিকে মারধর করেছে বলে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯