আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | সন্ধ্যা ৬:৪৫

সিদ্ধিরগঞ্জে এখনে অধরা নাহিদ ও সহযোগী হাসান

ডান্ডিবার্তা | ০৮ অক্টোবর, ২০২৪ | ৮:০২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৩১ মামলার আসামি সেলিম মজুমদার গ্রেপ্তার হলেও ধরাছোয়ার বাহিরে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী মাদক সম্রাট একাধিক হত্যা মামলার আসামি নাহিদ ও তার অন্যতম সহযোগী মাষ্টারমাইন্ড হাসান বাহিনী। এই বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরই গত ২ অক্টোবর আদমজী নতুন বাজার এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সেলিম মজুমদারকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১১’র একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে নাহিদ ও তার অন্যতম সহযোগী হাসানসহ তার সন্ত্রাসী বাহিনী এলাকা ছেড়ে পালিয়ে যায়। নাহিদ আদমজী নতুন বাজার এলাকার পক্ষি মজিবরের ছেলে। সহযোগী হাসান একই এলাকার ইউনুছের ছেলে।  জানাগেছে, নাহিদের বিরুদ্ধে হত্যা, সিদ্ধিরগঞ্জ থানা লুটপাট, ভাঙচুর, চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অসংখ্য অভিযোগসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলেও সন্ত্রাসী সেলিম, নাহিদ ও তাদের বাহিনীরা রয়ে যায় এলাকায়। তাঁদের ভয়ে এলাকার ব্যবসায়ীরা থাকে আতঙ্কগ্রস্ত। অনেক ব্যবসায়ীর ব্যবসা কেড়ে নেয়ার জন্য হুমকি ধমকি দেয়ারও অভিযোগ রয়েছে নাহিদ ওতার বাহিনীর বিরুদ্ধে। বিশেষ করে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি আত্মগোপনে যাওয়ার পর মতির অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রনে নিতে সেলিম মজুমদার ও নাহিদ তাদের সন্ত্রাসীদের নিয়ে মাঠে নামে।  এই আধিপত্য বিস্তার নিয়ে এলাকার অন্যান্য সন্ত্রাসীদের সাথে তাদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিযোগীতা।  এরই মধ্যে সেলিম মজুমদার গ্রেপ্তার হলেও নাহিদ ও তার সহযোগী হাসানসহ বাহিনীর অন্যান্য সদস্যরা অধরা থাকায় আতংক নিয়ে দিনাতিপাত করছেন রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ আপামর সাধারণ মানুষ। এদিকে নাহিদ ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে বেশ কয়েকবার যৌথবাহিনী অভিযান চললেও আগেই অভিযানের সংবাদ পেয়ে আত্মগোপনে চলে যায় চিহ্নিত সন্ত্রাসী নাহিদ ও তার সহযোগীরা। অভিযানের পর আবার তারা ফিরে এসে তাদের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।  রফলে সর্বত্রই বিরাজ করছে নাহিদ আতংক। বেশ কিছুদিন ধরে নাহিদ ও তার সন্ত্রাসী বাহিনী আদমজী নতুন বাজার আজমেরী হোটেল সংলগ্ন এলাকায় বিএনপির একটি অফিস দখলের পায়তারাসহ চাঁদা দাবি করে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। এ ঘটনায় নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরশাদ গাজী সিদ্ধিরগঞ্জ  থানায় একটি অভিযোগও দায়ের করেন। নাম না প্রকাশের শর্তে অনেকেই বলেন, শীঘ্রই নাহিদের লাগাম টেনে না ধরলে সে আরও বেপরোয়া উঠবে। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের কাছে এলাকাবাসীর দাবি, নাহিদ ও তার শেল্টারদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাতে আর কেউ অপরাধ কর্মকান্ডে জড়িত হওয়ার সাহস না পায়। তা না হলে নাসিক ৬ং ওয়ার্ডে শান্তি শৃংখলা বিঘ্নসহ প্রাণহানীর শংকা রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা