ডান্ডিবার্তা রিপোর্ট:
শহরের কালির বাজার মসলা পট্টিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে কালির বাজার মসলাপট্টি ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন তারা। এসময়ে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত দোকানগুলো ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সমবেদনা জানান এবং শান্ত্বনা প্রদান করেন। এসময়ে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, শহর শাখার সেক্রেটারি আলহাজ্ব আব্দুস সোবহান, মোস্তফা তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ। এখানে সিটি কর্পোরেশনের কোন অবহেলা ছিল কিনা সেটা সংশ্লিষ্টদের খতিয়ে দেখার আহবান জানান মুফতি মাসুম বিল্লাহ। তিনি ব্যবসায়ীদের বলেন, আপনদের যে ক্ষতি হয়েছে তা রি-কভার করতে হয়তো সময় লাগবে। ধৈর্য ধরুন, আল্লাহ তা’আলা উত্তম ফায়সালা করে দিবেন, ইনশাআল্লাহ। এসময় তিনি মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত করেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯