আজ শুক্রবার | ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১ | ১২ শাওয়াল ১৪৪৬ | রাত ১০:৫০
শিরোনাম:
ক্লিন ইমেজের খোঁজে বিএনপি    ♦     শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া    ♦     অবশেষে মুক্তি পাচ্ছেন জাকির খান    ♦     ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মহানগর যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ    ♦     আল্লাহর আইন বাস্তবায়ন হলে দেশে পূর্নাঙ্গ শান্তি ফিরে আসবে    ♦     হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট    ♦     চাষাঢ়া থেকে রেলগেটের ৫টি পয়েন্টে ১৬টি সিগন্যালের ফলে যানজটের সৃষ্টি    ♦     কাঁচপুরে পূর্ব শত্রæতার জের ধরে নারীকে কুপিয়ে জখম    ♦     বায়ুদূষণের অপরাধে ২ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা    ♦     প্রতারণার অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নেত্রী বহিস্কার    ♦    

বন্দরে জনবল সংকটে ইউপিগুলি

ডান্ডিবার্তা | ০৯ অক্টোবর, ২০২৪ | ৯:৫৮ অপরাহ্ণ

নাছির উদ্দিন,

বন্দরের ইউনিয়ন পরিষদে জনবল সংকটে নাগরিক সেবায় ধীরগতি ও বঞ্চিত হচ্ছে বলে একাধিক বাসিন্দার অভিযোগ। বন্দর উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তা হলো বন্দর ইউনিয়ন পরিষদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ, ধামগড় ইউনিয়ন পরিষদ, মুছাপুর ইউনিয়ন পরিষদ, মদনপুর ইউনিয়ন পরিষদ। বর্তমানে ধামগড় ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করলেও ৪টি ইউনিয়নের চেয়ারম্যান নেই। এর মধ্যে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা নির্বাচনের সময় পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। বন্দর, কলাগাছিয়া ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হত্যা মামলায় আসামী হওয়ায় আত্মগোপনে রয়েছে। এখন চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে। শুধু তাই নয়, প্রতিটি ইউনিয়ন পরিষদে নেই প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রাম্য আদালতের পেশকার, টেক্স আদায়কারী, সাব এসিটেন্ট ইঞ্জিনিয়ার, পিয়নসহ সংকট রয়েছে প্রাম পুলিশও। মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হোসেন জানান, আমরা সার্বক্ষনিক নাগরিক সেবা দিয়ে যাচ্ছি। আমার পরিষদের সচিব ২টি ইউনিয়নের দায়িত্ব পালন করায় নাগরীকরা কিছুটা সমস্যায় পড়ছে। কাজের গতি কম হচ্ছে। তারপরও যত দ্রুত সম্ভব আমরা নাগরিক সেবা দিয়ে যাচ্ছি। তবে প্রতিটি ইউনিয়নে কিছু নতুন জনবল নিয়োগ করা দরকার। জনবল বৃদ্ধি পেলে যার কাজ সে করবে তা হলে নাগরীকরা দ্রুত সেবা পাবে। কোন প্রকার অভিযোগ নাগরীকদের থাকবে না। মুছাপুর ৮নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ শক্তিশালী করতে হলে এবং নাগরিক সেবার মানবৃদ্ধিসহ দ্রুত সেবা দেয়া সম্পন্ন করতে হলে প্রতিটি ইউপি মেম্বারের কার্যালয় থাকতে হবে। সেই সাথে কম্পিউটার অপারেটর দিতে হবে। তা হলে কোন নাগরিক সেবা বঞ্চিত হবে না এমনকি সেবা পেতে অপেক্ষও করতে হবে না। এজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদকে সংস্কার করা জরুরী। ইউনিয়ন পরিষদ সংস্কার হলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে এবং নাগরিকরা কাঙ্খিত সেবা পাবে বলে মনে করি। এ ব্যপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাইমিন আল জিহান বলেন, বন্দরের ৪টি ইউপিতে ভারপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। আমি তাদের নিয়ে সব সময় কাজের গতি বৃদ্ধিজন্য দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। আর জনবল সংকটের বিষয়টি সরকারের উর্ধতন বিষয়। সরকার এ বিষয়গুলি নিয়ে পদ সৃষ্টি করলে সেবার মান অনেকটা বৃদ্ধি পাবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা