নাছির উদ্দিন,
বন্দরের ইউনিয়ন পরিষদে জনবল সংকটে নাগরিক সেবায় ধীরগতি ও বঞ্চিত হচ্ছে বলে একাধিক বাসিন্দার অভিযোগ। বন্দর উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তা হলো বন্দর ইউনিয়ন পরিষদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ, ধামগড় ইউনিয়ন পরিষদ, মুছাপুর ইউনিয়ন পরিষদ, মদনপুর ইউনিয়ন পরিষদ। বর্তমানে ধামগড় ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করলেও ৪টি ইউনিয়নের চেয়ারম্যান নেই। এর মধ্যে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা নির্বাচনের সময় পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। বন্দর, কলাগাছিয়া ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হত্যা মামলায় আসামী হওয়ায় আত্মগোপনে রয়েছে। এখন চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে। শুধু তাই নয়, প্রতিটি ইউনিয়ন পরিষদে নেই প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রাম্য আদালতের পেশকার, টেক্স আদায়কারী, সাব এসিটেন্ট ইঞ্জিনিয়ার, পিয়নসহ সংকট রয়েছে প্রাম পুলিশও। মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হোসেন জানান, আমরা সার্বক্ষনিক নাগরিক সেবা দিয়ে যাচ্ছি। আমার পরিষদের সচিব ২টি ইউনিয়নের দায়িত্ব পালন করায় নাগরীকরা কিছুটা সমস্যায় পড়ছে। কাজের গতি কম হচ্ছে। তারপরও যত দ্রুত সম্ভব আমরা নাগরিক সেবা দিয়ে যাচ্ছি। তবে প্রতিটি ইউনিয়নে কিছু নতুন জনবল নিয়োগ করা দরকার। জনবল বৃদ্ধি পেলে যার কাজ সে করবে তা হলে নাগরীকরা দ্রুত সেবা পাবে। কোন প্রকার অভিযোগ নাগরীকদের থাকবে না। মুছাপুর ৮নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ শক্তিশালী করতে হলে এবং নাগরিক সেবার মানবৃদ্ধিসহ দ্রুত সেবা দেয়া সম্পন্ন করতে হলে প্রতিটি ইউপি মেম্বারের কার্যালয় থাকতে হবে। সেই সাথে কম্পিউটার অপারেটর দিতে হবে। তা হলে কোন নাগরিক সেবা বঞ্চিত হবে না এমনকি সেবা পেতে অপেক্ষও করতে হবে না। এজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদকে সংস্কার করা জরুরী। ইউনিয়ন পরিষদ সংস্কার হলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে এবং নাগরিকরা কাঙ্খিত সেবা পাবে বলে মনে করি। এ ব্যপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাইমিন আল জিহান বলেন, বন্দরের ৪টি ইউপিতে ভারপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। আমি তাদের নিয়ে সব সময় কাজের গতি বৃদ্ধিজন্য দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। আর জনবল সংকটের বিষয়টি সরকারের উর্ধতন বিষয়। সরকার এ বিষয়গুলি নিয়ে পদ সৃষ্টি করলে সেবার মান অনেকটা বৃদ্ধি পাবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯