ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জে দেবীর বোধন ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টায় মণ্ডপে মণ্ডপে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা শুরু হয়েছে। এছাড়াও শুরু হয়েছে চণ্ডীপাঠ। শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মন্ডপের উদ্বোধনও। দর্শনার্থীরা ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেড়িয়ে পড়ছেন। উৎসবমূখর পরিবেশের মধ্যেই মায়ের দর্শন করছেন ভক্তরা। প্রত্যেকের প্রত্যাশা, ধর্মবর্ণ নির্বিশেষে একক হয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন করবেন এবার। লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। এর আগে, ২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এরপর বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হয়। ঠাকুর দেখতে নারায়ণগঞ্জে বিভিন্ন মন্ডপে দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকর সাথে কথা হলে তারা জানান, মায়ের আগমনে এবার আমরা খুব আনন্দিত। সকাল থেকে বিভিন্ন মন্ডপে মন্ডপে ঘুরেছি। ভালো লেগেছে, সব গুলো প্রতিমাই সুন্দর করে গড়া হয়েছে। তবে কিছু কিছু পুজো বেশী ভালো লেগেছে। আমাদের প্রত্যাশা থাকবে ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সনাতন ধর্মের দুর্গোৎসবটা জাতে ভালো ভাবে পালন করতে পারি। দূর্গা পূজার আয়োজন নিয়ে দেওভোগ আখড়ার পুরোহিত অভিজিৎ চক্রবর্তী জানান, গতকাল বোধন গিয়েছে, মানে মাকে জাগ্রত করা। এটাকে অকাল বোধনও বলা হয়। আজকে সূর্যউদয়ের পর সকাল ৮ পর্যন্ত ছিলো ষষ্ঠী পূজার তিথী। এর মধ্যে দিয়ে মাকে যথাস্থানে বসিয়ে আনুষ্ঠানিকতা শুরু করলাম। রাতে আজকে দূর্গা মাকে অধিবাস করানো হবে। এদিকে, দূর্গা পূজা উপলক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, নারায়ণগঞ্জে পূজা-মন্ডপে নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো জেলায় সার্বিক পরিস্থিতি খুব ভালো। পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন ফোর্স দায়িত্বে আছেন। সেই সাথে বিভিন্ন সেচ্ছাসেবক কাজ করছেন। কোন অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি। উৎসবমুখর পরিবেশে পূজা উৎযাপিত হচ্ছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯