ডান্ডিবার্তা রিপোর্ট:
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, আজকে যে বেতন দেওয়ার কথা ছিলো সেটা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর বাকি আরেক মাসের বেতন ২৫-৩০ তারিখের মধ্যে দেওয়া হবে। এটা অবন্তী ও ক্রোনী গার্মেন্টসের মালিক পক্ষ কথা দিয়েছে। সে অনুযায়ী আমরা শ্রমিক নেতৃবৃন্দকে অনুরোধ করেছি যে সকলে এই বিষয়ে সহযোগিতা করে। সময় মতো বেতন দিতে না পারলে তার বিরুদ্ধে সরকার খুব কঠিন ব্যবস্থা নিবে। প্রয়োজনে তার সম্পত্তি ক্রোক করে শ্রমিকদের বেতন পরিশোধ করবে। অবন্তী ও ক্রোনী গার্মেন্টসের শ্রমিকদের বেতনের বিষয়ে বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সাথে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জের শ্রমিক নেতৃবৃন্দ সব সময়ই আমাদের পাশে ছিলো। সহযোগিতা করেছে এবং সে জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তদেরকে বলেছি যে আপনারা শ্রমিকদের একটু বুঝান। আজকে যে বেতনটা পাবে সেটা নিয়ে যাতে তারা সন্তস্ট থাকে, আর চলতি মাসেই সেপ্টেম্বর মাসের বেতনটাও পেয়ে যাবে। এটা নিয়ে যাতে তারা আবার রাজপথে নেমে না পরে। এদিকে, বেতন দেওয়া না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান মোহাম্মদ হাতেম। তিনি বলেন, এই কমিটিতে জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, শিল্প পুলিশের একজন প্রতিনিধি, জেলা পুলিশের একজন প্রতিনিধি কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের একজন প্রতিনিধি, বিকেএমইএ’র একজন প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধি থাকবে। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯