ডান্ডিবার্তা রিপোর্ট:
দখলদারিত্ব ও চাঁদাবাজের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের কড়াকড়ি নিষেধাজ্ঞা থাকা সত্বেও খোদ তার নাম ভাঙ্গিয়েই চলছে কাশীপুর ইউনিয়র বিএনপির সভাপতি মো: মঈনুল হোসেন রতনের একচ্ছত্র আধিপত্য বিস্তার। এখানে ড্রেজার ব্যবসা থেকে শুরু করে গার্মেন্টস সব চলছে রতনের একক নিয়ন্ত্রণে। আর এসব নিয়ন্ত্রণে তিনি গড়ে তোলেছেন এক বিশাল সন্ত্রাসী বাহিনী। যে বাহিনী দিনরাত মহড়া দিয়ে চলেছে পুরো কাশীপুর এলাকা। খোঁজ নিয়ে জানাগেছে, গত ৫ই আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের সকল ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিতে মরিয়া হয়ে উঠে কাশীপুর ইউনিয়র বিএনপির সভাপতি মো: মঈনুল হোসেন রতন। আর তার এ দখলদারিত্বের সাথে যুক্ত হয় কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন। তারা দুজনে মিলে রাতারাতি বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে একে একে দখল নিতে শুরু করে ড্রেজার, গার্মেন্টস ও ইট বালু ও সিমেন্ট ব্যবসাসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে কাশীপুরের সকল ড্রেজার, গার্মেন্টস ও ইট বালু ও সিমেন্ট ব্যবসা নিয়ন্ত্রণের পর চোঁখ পড়ে কাশীপুরের ৩নং ওয়ার্ডের একটি চরে। তারা এখন চর দখল করায় ব্যস্ত হয়ে পড়েছে বলে জানাগেছে। এদিকে বিএনপি নেতা রতনদের এমন দখলদারিত্বে অতিষ্ঠ হয়ে পড়েছে কাশীপুরবাসী। তারা এই দখলবাজদের হাত থেকে বাঁচতে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। মঈনুল হোসেন রতনের স্থানীয়রা বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কাশীপুরে সবচয়ে বির্তকীত ব্যক্তি হলো রতন। তিনি অতীতেও ধান্দাবাজী, চান্দাবাজীর কারণে বহুবার বির্তকীত হয়েছে, এখনও হচ্ছেন। তার যন্ত্রণায় কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওমর আলীও শান্তিতে থাকতে পারতো না। কারণ তার ধান্দাবাজী ও চান্দাবাজী নিয়ে একমাত্র কথা বলতো ওমর আলীই। তাই ওমর আলীর বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছেন। ত্যাগী নেতাদের ধোকা দিয়ে কাশীপুর ইউনিয়ন বিএনপির কমিটি এনে সভাপতি হয়েছেন। তাকে কমিটি দেওয়ার পর অনেকটা অভিমানেই নিরবে চলে যান সকলের প্রিয় নেতা ওমর আলী। ওমর আলীর মৃত্যু হলে কাশীপুর ইউনিয়ন বিএনপিতে স্বেচ্ছাচারিতা শুরু করেন। ত্যাগী নেতাকর্মীদের বাইরে রেখে সকল কর্মসূচি নিজ অনুসারীদের নিয়ে করেও বির্তকীত হয়েছেন এবং হচ্ছেন। সম্প্রতি গিয়াসউদ্দিনের একটি সমাবেশেও তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তারা আরও বলেন, সরকার পতন হওয়ার পরে সারাজীবন ধান্দাবাজী চান্দাবাজী করে চলা রতন আরও বেপরোয়া হয়ে যায়। ভোর না হতেই একদল সন্ত্রাসী নিয়ে কাশীপুরের সকল সেক্টর দখল করা শুরু করে। পরে তার সাথে যোগ হয় আরেক ধান্দাবাজ আলমগীর হোসেন। তারা এমনভাবে দখলদারিত্বে মেতে উঠেন যে, দেখলে মতে হতো যেন তারা বহুদিন ধরে না খাওয়া। তাদের চোঁখে মুখে প্রচন্ড পরিমান খুদার্ত ভাব লক্ষ্য করা গেছে। আসলে দল ক্ষমতায় আসলে এসমস্ত লোকেরা যে কি করবে, তা ভাবাও ভয়ংকর। আমরা জানি জেলা বিএনপির প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন সাহেব এসমস্ত দখলদারিত্ব না করার জন্য সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। কিন্তু তারা গিয়াসউদ্দিনের ওই নির্দেশনাকে অমান্য করে এখনও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছেন। তাই যারা নিজেদের স্বার্থের জন্য দলীয় হাইকমান্ডের নির্দেশনাকে অমান্য করে তারা দলকে ভালোবাসে না। দলের জন্য তারা ভয়ংকর ক্ষতিকর। আমরা মনেকরি, এই মুহূর্তে কাশীপুর ইউনিয়ন বিএনপিকে এসমস্ত ধান্দাবাজ চান্দাবাজ ও দখলবাজদের হাত থেকে মুক্ত জরুরী। যদি তা না করা হয়, তাহলে আগামী নির্বাচনে বিএনপিকে এ চরম মাসুল দিতে হবে। কেননা, এসমস্ত দখলবাজদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। অতিষ্ঠ হওয়া মানুষগুলো কখনই বিএনপিকে ভোট দিতে চাইবে না। তাই রতনদের বিরুদ্ধে এখনই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা গিয়াসউদ্দিনের সাহেবের কাছে অনুরোধ করছি।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯