আজ বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১ | ১৯ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৭:২৫

ছাত্র হত্যা মামলার আসামী আ’লীগ নেতা মুন্নার তোরণ নিয়ে তোলপাড়

ডান্ডিবার্তা | ০৯ অক্টোবর, ২০২৪ | ১০:১২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নিতাইগঞ্জে একটি তোরণে নিজের ছবিসহ বড় ডিজিটাল ব্যানার টানিয়ে নগরবাসীকে শীতলক্ষ্যা সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্র হত্যা মামলার আসামী ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না। একজন হত্যা মামলার আসামীর এমন শুভেচ্ছাকে কেন্দ্র করে শহরে তোলপাড় সৃষ্টি হয়েছে। নগরবাসী বলছে, মুন্নারতো এখন কারাগারে থাকার কথা। কিন্তু কোন এক শক্তির বলে মুন্না নিজ এলাকায় বহাল থেকে এসব কর্মকান্ড করছেন, তা সত্যিই ভাববার বিষয়। শেখ হাসিনার পতনের পর থেকে যেখানে আওয়ামী লীগ নেতারা এলাকায়ই থাকতে পারছেন না, এখনও বহু নেতা রয়েছে আত্মগোপনে, সেখানে মুন্না বীরদর্পে এলাকায় থাকছেন এবং আধিপত্য বিস্তার করে চলেছেন, এটা সত্যিই রহস্যজনক। এসব ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি শত শহীদদের রক্ত বিফলে গেলো? যারা ছাত্র হত্যার সাথে জড়িত থেকে এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এটা আমাদের জন্য সত্যি লজ্জাজনক। আমরা এমন বাংলাদেশ দেখতে চাইনি। আমরা কি জবাব দেবো শহীদদের? কেন প্রশাসন এখনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? আমরা চাই, দ্রুত তাদের গ্রেফতার করা হোক এবং গুড়িয়ে দেয়া হোক তাদের সকল আধিপত্য। তাহলেই আমাদের ভাইদের আত্মা শান্তি পাবে। সরেজমিনে দেখাগেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরের ১৮নং ওয়ার্ডে প্রবেশদ্বারে (নিতাইগঞ্জ) একটি তোরণ বানানো হয়েছে। ওই তোরণে দুর্গাপূজার শুভেচ্ছা দিয়ে কামরুল হাসান মুন্নার একটি ব্যানার টানিয়ে রাখা। দুর্গাপূজা উপলক্ষে ওই তোরণটি কামরুল হাসান মুন্না নিজেই করিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ তোরণ ও শুভেচ্ছা নিয়ে ১৮নং ওয়ার্ডসহ গোটা নগরবাসী জ্বলছে ক্ষোভের আগুনে। তারা এ শুভেচ্ছাকে প্রত্যাখ্যান করে বলেছেন, হত্যা মামলার আসামী হয়েও এর আগে সদ্য সাবেক কাউন্সিলর মুন্নাকে নগর ভবনে একটি মিটিংয়ে দেখা গেছে। আমরা সেটারও প্রতিবাদ করেছিলাম। কারণ, যারা আমাদের সন্তানদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তাদের জনপ্রতিনিধিত্ব করার কোন অধিকার নাই। তারা দেশ ও জাতির শত্রু। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। তারা বলেন, দিন দিন দেখছি ওইসকল খুনিদের স্পর্দা আরও বেড়ে যাচ্ছে। ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী লীগের দোসররা প্রকাশ্যে আসতে শুরু করেছে। আবার কেউ কেউ প্রকাশ্যে আসার জন্য তোরজোড় শুরু করেছে। তেমনি একজন হলেন কামরুল হাসান মুন্না। তিনি এখনও এলাকায় বহাল তবিয়তে আছেন। একজন হত্যা মামলার আসামী কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এটা ভাবলেই আমাদের গাঁ শিহরে উঠে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে ফের কাউন্সিলর নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। আর তাই দুর্গাপূজা উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ফ্যাটুনও সাটিয়েছেন তিনি। এসব ঘটনায় স্পষ্ট বুঝা যাচ্ছে যে, তিনি আমাদের তথা ছাত্র-জনতাকে চোঁখ রাঙাচ্ছেন। তাই তাকে যদি এই মুহূর্তে গ্রেফতার করা না হয়, তাহলে তার আস্ফালন আরও বেড়ে যাবে। তাই যতদ্রুত সম্ভব মুন্নাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জেলা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বানও জানান নগরবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৭
  • ১৫:৫১
  • ১৭:৩২
  • ১৮:৪৬
  • ৫:৫৮
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা