আজ শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৬ পৌষ ১৪৩১ | ১৮ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ৮:২৫

শাহেদ-বাবু-দিনার বিরুদ্ধে কৃষকদল নেতার মামলা

ডান্ডিবার্তা | ০৯ অক্টোবর, ২০২৪ | ১০:১৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

মানহানির অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন কৃষক দল নেতা। ওই আবেদনে বিবাদী করা হয়েছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা এবং মহিলা দলের এক নেত্রীকে। বুধবার (৯ অক্টোবর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৮ মামলা দায়েরের জন্য আবেদনটি করেছেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি তৈয়ম। বিএনপির সহযোগী সংগঠনের এই নেতা বিবাদী করেছেন তার দলেরই অপর তিন সহযোগী সংগঠনের নেতার বিরুদ্ধে। তারা হলেন- মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা। এই মামলার আবেদনে বিবাদীদের মধ্যে এক নম্বরে রাখা হয়েছে নারায়ণগঞ্জভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটমকম’র সম্পাদক শহীদুল্লাহ রাসেলকে। মামলার আবেদনে বলা হয়েছে- গত ১ অক্টোবর ‘জাগো নারায়ণগঞ্জ’ নিউজ পোর্টালে ‘যুবদল নেতা শাহেদের ঝুটবেঝাই গাড়ি ছিনতাই করলো গিয়াসপুত্র রিফাত’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের ছেলে রিফাত কায়সার জেলা কৃষকদলের সদস্য সচিব। এই সংবাদের মাধ্যমে কৃষক দলের সদস্যসচিব ও দলীয় নেতা-কর্মীদের নামে ‘মিথ্যা ও মানহানিকর’ সংবাদ প্রকাশের অভিযোগ করা হয়েছে। ‘শাহেদ, বাবু ও দিনা এই সংবাদ প্রকাশের নেপথ্যে কাজ করেছেন। এই সংবাদের কারণে জেলা কৃষক দলের সদস্যসচিব রিফাত কায়সার ও দলীয় নেতা-কর্মীদের ১০ কোটি টাকার মানহানি হয়েছে’ বলে মামলার আবেদেন উল্লেখ করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মামলার আবেদনটি আমলে নিয়ে তা তদন্তের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই মামলার প্রতিবাদ জানিয়ে মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদের সময় বিভিন্ন মামলার আসামি হয়েছি। নির্যাতনের শিকার হয়েছি। এখন ফ্যাসিস্ট শাসনের পতনের পর নিজের দলের লোকজনের মাধ্যমে মামলা নিয়ে হয়রানি হতে হচ্ছে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা