ডান্ডিবার্তা রিপোর্ট:
আড়াইহাজার উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তর(পশু হাসপাতাল) এর মেইন গেইটের পাশে অসুস্থ পশু নিয়ে আসা, কৃষকদের ডেকে নিয়ে সেবা দিচ্ছে ভুয়া ডাক্তার বিলকিস (৩৫)। বৃহস্পতিবার(১০ ই অক্টোবর) সকাল ১১ টায় সরজমিনে উপজেলা পশু হাসপাতালের মেইন গেইটের পাশে ডাক্তার পরিচয়ে ভিজিটিং কার্ড দিয়ে কৃষকদের ডেকে নিয়ে ডাক্তারি ভিজিট বাবদ ৩০০ হতে ৫০০ টাকা নিয়ে লিখিত প্রেসক্রিপশনের মাধ্যমে নিজের ভাইয়ের দোকান পরিচয়ে ঔষধ নিতে কৃষকদের বাধ্য করতে দেখা যায়। ভুয়া ডাক্তার বিলকিস উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবিকা পরিচয়ে চিকিৎসা সেবা দিচ্ছে বলে জানায় তিনি। এ বিষয়ে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান ভূঁইয়া জানান, বিলকিস নামে আমাদের পশু হাসপাতালে কেহ কর্মরত নেই। স্থানীয় সূত্রে তথ্য পাওয়া যায় ইতিপূর্বেও একাধিকবার তাকে সাবেক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সজল কুমার বিষয়টি জানতে পেরে সতর্ক করেছেন। পূর্বে স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী মহলের সহযোগিতায় সে তার কার্যক্রম চালিয়ে গিয়েছে। বর্তমানে আবার নতুন করে প্রাণিসম্পদ কর্মকর্তা বদলি হওয়াতে সক্রিয় কার্যক্রম চালু করেছেন এই বিলকিস। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বলেন ,তথ্য প্রমান পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯