ডান্ডিবার্তা রিপোর্ট:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দেশব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে ১০ই অক্টোবর বৃহস্পতিবার বাদ আসর চিটাগাংরোড চত্বরে থানা সভাপতি জনাব বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানায় সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি জনাব সুলতান মাহমুদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরশাসনের অবসান ঘটিয়ে এখন সময় এসেছে আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার। স্বাধীনতার সুফল ভোগ করতে এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে খোদাভীরু রাষ্ট্রনায়ক ব্যতিত সম্ভব নয়। তাই আসুন ইসলামী আন্দোলনের সদস্য হয়ে ন্যায়ের পক্ষে সমবেত হই। ঐক্যবদ্ধ হই ইসলাম, দেশ ও মানবতা রক্ষার আন্দোলনে। এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মোঃ ইসমাইল ও মুহা. সোহেল প্রধান, জয়েন্ট সেক্রেটারি আবু হানিফা, অর্থ সম্পাদক মুহা. জোবায়ের, রেদওয়ান প্রমুখ নেতৃবৃন্দ। সুলতান মাহমুদ আরো বলেন, রাজধানীর তীব্র যানজট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে। এই জানজটের রহস্য উদ্ঘাটন করে দ্রুতই সমাধান না করতে পারলে সরকারের আন্তরিকতা নিয়ে জনমনে অনাস্থার সৃষ্টি হবে। অসহনীয় এই যানজটের পেছনে পতিত ফ্যাসিবাদি শক্তির ইন্ধন থাকতে পারে, ট্রাফিক পুলিশের গাফলতি এবং এনালগ সিস্টেমে ট্রাফিক কন্ট্রোলেরও দায় রয়েছে। সরকারকে দ্রুতই এর কারণ খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯