ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশ একটি গ্রুপ আছে যারা সবসময় হিন্দু সম্প্রদায়ের কাছে বিএনপিকে ছোট করে রাখার জন্য চেষ্টা করেছে। তবে বিএনপির কেউ হিন্দু সম্প্রদায়ের জায়গা- জমি বেহাত করে নাই। ইতিমধ্যে আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে মিটিং করে তাদেরকে বলে দিয়েছি যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে যে সকল জমি আপনাদের বেহাত হয়েছে সেগুলোকে উদ্ধার করে দেয়া হবে। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত তারা এই পরিদর্শন করেন। এড. সাখাওয়াত বলেন, আমি একটি কথা বলতে চাই এখানে আপনারা কেউ সংখ্যালঘু না। এদেশে আমার যেমন অধিকার ঠিক একইভাবে আপনাদেরও সমান অধিকার। আমরা সবাই যার যার ধর্ম পালন করব । আর আপনারা আপনাদের ধর্ম যাতে করে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন তার জন্য নিরাপত্তার স্বার্থে আমরা সর্বাত্ম সহযোগিতা করার জন্য এসেছি। তিনি আরও বলেন, আমরা চাই সুন্দরভাবে এই পূজাটি নারায়ণগঞ্জে উদযাপিত হোক। আর নারায়ণগঞ্জে সম্প্রাদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়। নারায়ণগঞ্জ থেকে আমরা সকল প্রকার অপশক্তিকে নির্মূল করতে চাই। শুধু পুজোয় না, পুজোর পরও আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। এখানে কোন সংখ্যালঘু থাকবে না আমরা সবাই বাংলাদেশী। সবাই বাংলাদেশের নাগরিক আমাদের সকলের অধিকার সমান। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরে পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তার হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লিটন, ১৬নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধান, ১৮ং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯