ডান্ডিবার্তা রিপোর্ট:
কারখানার লে-অফ বাতিল ও বকেয়া বেতনের দাবিতে নগরীতে সমাবেশ করেছে ক্রোণী এ্যাপারেলস্ ও অবন্তী কালার টেক্স এর শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে বিকেএমইএ‘র কার্যালয়ের সামনে শ্রমিকরা সমাবেশ করে। সমাবেশে শ্রমিকরা জানান, কারখানা থেকে বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।এসময় নেতৃবৃন্দ বলেন, আমরা শ্রমিকরা আমাদের দাবি আদায়ের জন্য ডিসি অফিসে, কল কারখানার অফিসে, বিকেএমইএ ভবনে বিক্ষোভ করবো। প্রয়োজনে শিল্প পুলিশের কার্যালয় ঘেরাও করবো। কিন্তু রাস্তা-ঘাট ঘেরাও করবো না। শ্রমিকরা বিভিন্ন জায়াগায় যাচ্ছেন, সমাবেশ করছে। কেন হচ্ছে এমন, আমরা শ্রমিকরা ক্ষুধার্ত। অনেকে অপদস্ত হচ্ছেন, পরিবারের খাবার জোগাড় করতে পারছে না। আমরা এখন অসহায়। আমরা প্রাপ্য পাওনার জন্য, নিজের দাবি দাওয়া নিয়ে বিকেএমইএ, কল-কারখানা অফিসে নিবেদন করছে। তারা আরও বলেন, আমাদের আর অপমান-অপদস্ত হতে দিয়েন না। আমাদের পাওনা ফিরিয়ে দেন। আমাদের শ্রমিকদের মুজুরি এখনও পরিশোধ করা হচ্ছে না। আমরা অশান্তি সৃষ্টি করতে চাই না। আমাদের কারণে দুর্গোৎসবে উৎসবমুখর পরিবেশ নসাৎ হউক আমরা চাই না। অতিদ্রুত কোণী, অবন্তীসহ নারায়ণগঞ্জের সকল কল কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করুন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯