ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ফকির বাড়ি সংলগ্ন স্থানে ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচন অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় সৈয়দপুর ফকির বাড়ি স্ট্যান্ড সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মফিজুল হকের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন,আবু সাঈদ, মুগ্ধরা তাদের মূল্যবান জীবন দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছে। অনেক নাম না জানা মানুষ শহীদ হয়েছে।আপনাদের সকলের প্রতি অনুরোধ রইলো যারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা দিতে হবে। অন্তবর্তী কালীন সরকার ক্ষমতায় আসছে। তারা সংস্কার করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন জায়গার সন্ত্রাস, চাঁদাবাজি করেনা করতেও দিবেনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তবর্তী কালীন সরকারের কাছে দাবী জানাচ্ছে, যারা বিদেশে অর্থপাচার করেছে সেই অর্থ ফেরত আনতে হবে এবং তাদের বিরুদ্বে আইনী ব্যবস্থা নিতে হবে। জনগণের উদ্দেশ্যে বলেন, যাদের হাতে দেশ নিরাপদ থাকবে তাদের ক্ষমতা দিন। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে। দেশের মানুষ স্বস্তি ও শান্তিতে বসবাস করতে পারে সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর চরমোনাই সাহেবকে সহযোগিতা করার আহবান জানান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মোঃ দ্বীন ইসলাম, সহসভাপতি হাফেজ মোহাম্মদ আমিন উদ্দিন, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ ইমদাদুল হক, আইন ও মানবাধিকার বিষয়ে সম্পাদক মোহাম্মদ শাহজাহান বেপারী, জাতীয় ওলামা মাসায়েক পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ আল আমিন, দ্বীনি সংগঠন সদর মাওলানা মুজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মোঃ আমানুল্লাহ,সদর থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলী,নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ আশ্রাফ আলী প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ গোগনগর ইউনিয়ন সভাপতি আব্দুর সবুর মুন্সী, আলীরটেক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবুল হাসেম প্রমুখ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯