ডান্ডিবার্তা রিপোর্ট:
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাবেক প্রতিমন্ত্রী ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম গতকাল শুক্রবার সোনারগাঁয়ে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন। তিনি বারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রম্নচারীর আশ্রমের, সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট অমল পোদ্দার বাড়ীর মন্ডপ, নয়াপুর পুজামন্ডপ পরিদর্শন করেন। এসময় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম পুজামন্ডপ ও হিন্দু সম্প্রদায়ের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাষনের প্রতি অনুরোধ সহ দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দেন।এসময় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের rhasসাথে হিন্দু কমিউনিটি নেতা সিআইপি অখিল পোদ্দার, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কসশেম বাবু, সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নূর-ই-ইয়াসিন নোবেল, জেলে স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, বারদী ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, যুবদল নেতা কবির মৃধা, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা সানোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পিয়ার হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯