আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | দুপুর ১২:৪৫

ব্যাচ ৯৭’র আনন্দঘন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ১১ অক্টোবর, ২০২৪ | ৮:৫৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

হৈ হুল্লোড় ও আনন্দঘন পরিবেশে ১৯৯৭ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের সংগঠন ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে বন্দন মদনগঞ্জের ওয়েলফেয়ার মাঠে সরকারী ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয় ও কলেজের সঙ্গে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ কমিটির ওই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে মাত্র ১৬ রানে সরকারী ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ। প্রথমে ব্যাট করে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ ১৪৬ রান করে। ১৪৭ রান তাড়া করতে গিয়ে নির্ধারিত ১৫ ওভারে ১২৯ রান করতে করতে সমর্থ হয় ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয়।

খেলায় দারুন ব্যাটিং করে অর্ধশত রান হাঁকানো সরকারী ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয়ের রফিকুল ইসলাম সোহাগকে ম্যান অব দি ম্যাচের পুরস্কার দেয়া হয়। এর আগে সকালে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জের অধিনায়ক আজিবুর রহমান টসে জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন। প্রীতি ক্রিকেট ম্যাচে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ থেকে অংশ নেন আজিবুর রহমান (অধিনায়ক), আক্তার হোসেন, কামরুল হাসান সোহাগ, মাইনউদ্দিন সোহাগ, আসিফ ইকবাল, ইশতিয়াক আহমেদ, আব্দুল সাত্তার, সোহান, আল আমিন, মামুন খাঁন, বাকি বিল্লাহ, রতন হোসেন, মোহাম্মদ শরীফ।

সরকারী ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয় থেকে খেলায় অংশ নেন সামসুল হক দেওয়ান সোহাগ (অধিনায়ক), রফিকুল ইসলাম সোহাগ (সহ-অধিনায়ক), দিমান ইসলাম, রিয়াজ দেওয়ান, জি এম সুমন, আরিফ চৌধুরী, মোঃ শাহজালাল, মোঃ সুজন, উজ্জ্বল সরকার, আল আমিন, মাহমুদ ও লুৎফর রহমান সুমন।  ম্যাচের আম্পায়ারের দায়িত্ব পালন করেন আল আমিন সোহাগ ও সনেট সিনহা। প্রীতি ক্রিকেট ম্যাচ সর্ম্পকে ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জ কমিটির সভাপতি ডা: ফরহাদ আহমেদ জেনিথ জানান, নারায়ণগঞ্জের প্রত্যেকটি স্কুলের বন্ধুদের সঙ্গে সৌহার্দ-সম্প্রীতি বন্ধন মজবুত করার জন্য এ আয়োজন। এসব আয়োজনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে। শুধু ক্রিকেট নয়, নানা আয়াজনে আয়োজনে আমাদের ব্যাচ একটি শক্তিশালী প্লাটফর্ম হয়ে উঠবে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা