ডান্ডিবার্তা রিপোর্ট:
দলের কোনো পদ-পদবিতে নেই। ছিলেন না কোনো কর্মসূচিতে। আন্দোলন-সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিপন মাহমুদ ওরফে ডাকাত শিপন এখন বিএনপির নেতা সেজে গেছেন। শিপন মাহমুদ কলাগাছিয়া ইউনিয়ন চর ধলেশ্বরী এলাকার বাসিন্দা। তার বাবা ৫ চাচা সহ তিনি সক্রিয় আওয়ামী লীগের রাজনীতি করেন। তার বড় জেডা ইয়ানুর মিয়া কলাগাছিয়া ইউনিয়ন ৮নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি। আরেক চাচা রুহুল আমিন তিনি কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি সেলিম ওসমানের প্রতিটি অনুষ্ঠানে, মিটিং মিছিলে উপস্থি দেখা গেছে শিপন মাহমুদকে। এছাড়াও মুন্সিগঞ্জে আওয়ামীলীগ এমপি বিপ্লব এর ঘনিষ্ট লোক ছিলো এই শিপন মাহমুদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলা আসামি হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে ডাকাতি অপহরন মামলা সহ নানা অভিযোগ। দাপটের সাথে করে যাচ্ছে নদী পথে ডাকাতি। রয়েছে এলাকায় তার বিশাল বাহিনী। এদিকে আওয়ামীলীগ সরকার পতনের পর নিজেকে কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দাবি করে অপকর্ম দখলদারি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ রেখেছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এবং স্থানীয় বিএনপি নেতা বলেন শিপন কখনো বিএনপি ছিলো না সে এখন নিজেকে বাচানোর জন্য বিএনপির সাইনবোর্ড লাগিয়েছে। তার যুবদলে পদও নেই। জানা গেছে, মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ বিপ্লব এর হাতিয়ার ছিলেন শিপন, তিনি কলাগাছিয়ার চর ধলেশ^রী এলাকা থেকে ট্রলার ভরে মুন্সিগঞ্জে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে যান। বিল্পব এর সাথে মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি করে। ওই সময় একাধিক ছাত্র নিহত হন এবং ওই মামলায় শিপনও আসামি হয়েছেন। কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দাবি করে চাঁদাবাজি, ডাকাতির স¤্রাজ্য টিকিয়ে রেখেছেন। বিএনপি নেতারা জানান, দীর্ঘ ১৬ বছর ধরে একটি স্বৈরশাসকের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। হত্যা, নির্যাতন, মামলা-হামলা আর জেলবন্দি জীবন পার করে ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। বিএনপির নাম বিক্রি করে শিপন মাহমুদ নদী পথে চাঁদাবাজি, ডাকাতি করে যাচ্ছে। নিজেকে কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দাবি করে অপকর্ম চালাচ্ছে। এছাড়াও তেল চোর ডালিমকে দিয়ে এলাকায় বিশাল স¤্রাজ্য গড়ে তুলেন শিপন। নদী পথে ডালিমকে দিয়েই ডাকাতি, চাঁদাবাজি অব্যাহত রেখেছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯