আজ বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১ | ১৯ রবিউস সানি ১৪৪৬ | রাত ১:১৩

দশ বছরে কোন উন্নয়ন করেনি শামীম ওসমান

ডান্ডিবার্তা | ১২ অক্টোবর, ২০২৪ | ৯:৩৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

দেড় দশক ধরে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ছিল ওসমান পরিবার। প্রথম ৫ বছর ওসমান পরিবারের পুত্রবধূ চিত্রনায়িকা প্রয়াত সারাহ বেগম কবরী এমপি পদে থাকলেও এরপর সাড়ে ১০ বছর ধরে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন আলোচিত সমালোচিত শামীম ওসমান। তবে দীর্ঘদিন ধরেই শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের ফতুল্লার সড়কগুলো ভাঙ্গাচোরা ও খানাখন্দকে পরিণত হয়ে এলাকাবাসী ও শ্রমিকদের দুর্ভোগ চরমে পৌঁছালেও এসব দুর্ভোগ চোখে পড়েনি শামীম ওসমানের। সড়কগুলোর পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও ওভারলোড গাড়ি চলাচলের কারণে সড়কগুলো মরণফাঁদে পরিণত হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরেই এ অবস্থা বিরাজ করলেও স্থানীয় এমপি শামীম ওসমান যেন এসব সড়ক চোখে দেখেননি। যে কারণে দীর্ঘদিন ধরেই ভাঙ্গাচোরা সড়ক দিয়েই চলতে হয়েছে এলাকাবাসীকে। স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি সংলগ্ন শাসনগাওয়ের বিসিক শিল্পনগরী এলাকাতে রয়েছে অন্তত সহস্রাধিক শিল্পপ্রতিষ্ঠান। যাতে অন্তত ৩ লাখ শ্রমিক কাজ করছে। শুধুমাত্র বিসিক শিল্পনগরী থেকেই প্রতি বছরে আড়াই হাজার কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এছাড়া ফতুল্লার সস্তাপুর, ওয়াবদারপুল, পোষ্ট অফিস, কুতুবপুরের দেলপাড়া, পাগলা এলাকা বর্তমানে শিল্পাঞ্চল হিসেবেই পরিচিত। এসব এলাকায় রয়েছে অসংখ্য গার্মেন্টস, রিরোলিং মিলসহ অসংখ্য কারখানা। ফতুল্লার মুন্সিখোলা এলাকায় রড সিমেন্টের পাইকারী ব্যবসাকেন্দ্র, আলীগঞ্জ ও দাপায় পাথর ও বালু ব্যবসা, ফতুল্লার পঞ্চবটি, নরসিংপুর, বক্তাবলী ও আলীরটেক এলাকায় কয়েক শতাধিক ইটভাটা, পঞ্চবটিতে মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম তেলের ডিপো অবস্থিত। এসকল শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্যবাহী কাভার্ডভ্যান, ট্রাক, তেলের ডিপোর ট্যাংকলরীসহ কয়েক হাজার যানবাহন প্রতিনিয়ত চলাচল করছে ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) পুরাতন সড়ক, পঞ্চবটি-মুক্তারপুর সড়কসহ বিভিন্ন শাখা সড়ক দিয়ে। মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় গড়ে ওঠা শাহ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, ক্রাউন সিমেন্টসহ বেশ কিছু কারখানার কয়েকশত বৃহদাকার কাভার্ডভ্যানও প্রতিনিয়ত সড়কটি দিয়ে যাতায়াত করছে। এছাড়া গণপরিবহনতো রয়েছেই। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) সড়ক, পঞ্চবটি-মুক্তারপুর সড়কসহ নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ৫টি ইউনিয়নের অনেকগুলো সড়কের বেহাল অবস্থা। ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) সড়ক এবং পঞ্চবটি-মুক্তারপুর সড়কটি সড়ক ও জনপথ বিভাগ ঢাকা জোনের আওতায়। দীর্ঘদিন ধরেই সড়ক দু’টিতে খানা খন্দকে দুর্ভোগ পোহাতে হয়েছে শ্রমিক অধ্যুষিত ফতুল্লাবাসীকে। সেতু বিভাগ পঞ্চবটি-মুক্তারপুর সড়কটিতে ৬ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করছে। যা নিয়ে ভোগান্তিতে রয়েছে ওই এলাকার বাসিন্দারা। অপরদিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন তক্কারমাঠ থেকে পিলকুনী হয়ে পাগলা, জালকুড়ি থেকে দেলপাড়া হয়ে পাগলা, হাজী মাওলা বক্স মসজিদ সংলগ্ন সড়ক, পূর্ব দেলপাড়া, পূর্ব দেলপাড়া রাসেল গার্মেন্টস সংলগ্ন সড়ক, ইসদাইর থেকে সস্তাপুরের উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের কিছু অংশ, কমর আলী স্কুলের পাশের সড়কসহ অনেকগুলো সড়কের অত্যন্ত বেহাল অবস্থা। অনেক স্থানেই খানা খন্দকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়শই যানবাহন উল্টে ওইসব সড়কে নানা দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। শুধু যানবাহনই নয় শিল্পাঞ্চলের ওইসব সড়কে পথচারী ও শ্রমিকরা প্রায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। শিল্পঘন এলাকা হওয়ায় দেলপাড়া পাগলা এলাকার বিভিন্ন সড়কগুলোতে প্রতিদিন ২০-২৫ টন ধারনক্ষমতার ট্রাক কভার্ডভ্যান চলাচল করায় সড়কগুলো বর্তমানে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানা খন্দকে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সস্তাপুরের বেশ কিছু সড়ক ভাঙ্গাচোরা হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকছেনা। প্রায়শই ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটছে। সড়কগুলোর পাশে পানি নিস্কাশনের ড্রেন নির্মাণ না করার কারণেই বৃষ্টিতে সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সড়কগুলো নির্মাণের অল্প কিছুদিন পরেই ভাঙ্গাচোরা সড়কে পরিণত হচ্ছে। এ বিষয়ে শামীম ওসমান গত ১০ বছরে ছিল উদাসীন। ফতুল্লাবাসী বলছেন, স্থানীয় এমপি শামীম ওসমান আওয়ামীলীগের প্রভাবশালী এমপি হলেও নিজ আসনের অধিবাসীদের দুর্ভোগ লাঘবে তার তৎপরতা ছিলনা। বরং বিভিন্ন সভা সমাবেশে উন্নয়নের বুলি আওড়ালেও কার্যত ফতুল্লাবাসীর দুর্ভোগ ছিল চরমে। ২০২৪ সালের ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেও ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে শামীম ওসমানের তৎপরতা তেমন একটা ছিলনা। ফতুল্লার বিভিন্ন শিল্পাঞ্চলের সড়কগুলো ভাঙ্গাচোরা সড়কে পরিণত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছিল। বিশেষ করে কুতুবপুর ইউনিয়ন পরিষদ এলাকার সড়কগুলো অত্যন্ত বেহাল। দু’তিন বছর পর পর ফতুল্লার সড়কগুলোর দায়সারা সংস্কার করলেও কিছুদিন যেতে না যেতেই সড়কগুলো ফিরে আসে পুরনো চেহারায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৩২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৭
  • ১৫:৫১
  • ১৭:৩২
  • ১৮:৪৬
  • ৫:৫৮
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা