আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ১১:৫৪

বন্দরে ছেলে হত্যার বিচার চাওয়ায় পিতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

ডান্ডিবার্তা | ১৩ অক্টোবর, ২০২৪ | ১০:০৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোট:

বন্দরে ছেলে হত্যার বিচার চাওয়ায় পিতাকে কুপিয়ে হত্রার চেষ্টা করেছে মামলার আসামীরা। ৭দিন হাসতাপালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে আহত পিতা রহিম বাদশা। গত ৭ অক্টোবর রাত ২টায় বন্দরের ধামগড় নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। সুমন হত্যা মামলার আসামী শামীম ও জুলহাসস হ ১০/১২জনের সন্ত্রাসী দল গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নিহত সুমনের পিতা রহিম বাদষাকে কুপিয়ে জখম করে। এ সময় সন্ত্রাসীরা তার বাড়ি বিক্রির ২ লাখ টাকা লুটে নিয়ে যায়। আহত রহিম বাদশাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রহিম বাদশা মোহাম্মদ সামসুল হকের আদালতে ১০৯, ১১৪, ৪৪৭, ৪৪৮, ৩৫৪, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৮০,  ৫০৬(॥), ৩৪ ধারায় অভিযোগ এনে মামলা করলে আদালতে পিবিআইকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এর আগেও রহিম বাদশা ছেলে হত্যাকারীদের অব্যহত হুমকি ও হামলা থেকে রক্ষা পেয়ে আইজিপি, ডিআইজি, অতি: ডিআইজ, র‌্যা, সেনাবাহিনী ও পুলিশ সুপারের দফতরে অভিযোগ করেন। এ ঘটনাটি এসআই জালাল উদ্দিন তদন্ত করছেন। এ ব্যপারে আহত রহিম বাদশা জানান, আমি আমার ছেলে সুমন হত্যার বিচার চাওয়ায় সন্ত্রাসী শামীম গভীর রাতে আমার ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার। এ সময় সন্ত্রী সুলহাস আমার ঘরের আলমিরা ভেঙ্গে জমি বিক্রর ২ লাখ টাকা লুটে নিয়ে যায়। সন্ত্রাসীরা তাতেও ক্ষান্ত হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর পায়তারা করছে। আমি আদালতে মামলা করতে গেলে আদালত প্রাঙ্গনে পুনরায় আমার উপর হামলা চালিয়ে আমার কাছ থেকে মামলা সংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। আমি তাৎক্ষনিক পুলিশ সুপার দফতরে লিখিত অভিযোগ করি। এ ব্যপারে এসআই জালাল জানান, আমার তদন্ত অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা