ডান্ডিবার্তা রিপোট:
বন্দরে ছেলে হত্যার বিচার চাওয়ায় পিতাকে কুপিয়ে হত্রার চেষ্টা করেছে মামলার আসামীরা। ৭দিন হাসতাপালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে আহত পিতা রহিম বাদশা। গত ৭ অক্টোবর রাত ২টায় বন্দরের ধামগড় নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। সুমন হত্যা মামলার আসামী শামীম ও জুলহাসস হ ১০/১২জনের সন্ত্রাসী দল গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নিহত সুমনের পিতা রহিম বাদষাকে কুপিয়ে জখম করে। এ সময় সন্ত্রাসীরা তার বাড়ি বিক্রির ২ লাখ টাকা লুটে নিয়ে যায়। আহত রহিম বাদশাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রহিম বাদশা মোহাম্মদ সামসুল হকের আদালতে ১০৯, ১১৪, ৪৪৭, ৪৪৮, ৩৫৪, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৮০, ৫০৬(॥), ৩৪ ধারায় অভিযোগ এনে মামলা করলে আদালতে পিবিআইকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এর আগেও রহিম বাদশা ছেলে হত্যাকারীদের অব্যহত হুমকি ও হামলা থেকে রক্ষা পেয়ে আইজিপি, ডিআইজি, অতি: ডিআইজ, র্যা, সেনাবাহিনী ও পুলিশ সুপারের দফতরে অভিযোগ করেন। এ ঘটনাটি এসআই জালাল উদ্দিন তদন্ত করছেন। এ ব্যপারে আহত রহিম বাদশা জানান, আমি আমার ছেলে সুমন হত্যার বিচার চাওয়ায় সন্ত্রাসী শামীম গভীর রাতে আমার ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার। এ সময় সন্ত্রী সুলহাস আমার ঘরের আলমিরা ভেঙ্গে জমি বিক্রর ২ লাখ টাকা লুটে নিয়ে যায়। সন্ত্রাসীরা তাতেও ক্ষান্ত হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর পায়তারা করছে। আমি আদালতে মামলা করতে গেলে আদালত প্রাঙ্গনে পুনরায় আমার উপর হামলা চালিয়ে আমার কাছ থেকে মামলা সংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। আমি তাৎক্ষনিক পুলিশ সুপার দফতরে লিখিত অভিযোগ করি। এ ব্যপারে এসআই জালাল জানান, আমার তদন্ত অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯