ডান্ডিবার্তা রিপোট:
নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকায় অবস্থিত বিরিয়ানির দোকানগুলোতে প্রতিদিন সকালে রুটি, পরোটা, সবজি, ঢাল, নেহারি, সুপ সহ ডিমের ভাজি, ডিম অমলেট এর প্রচলন অনেক। সকালে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হাটা হাটি করেন অনেকেই। হাটা হাটি শেষে বাসার জন্য অথবা নিজের ভোজনের জন্য দোকানে বসে রুটি, পরোটা, সবজি, ঢাল, নেহারি, সুপ সহ ডিমের ভাজি, ডিম অমলেট অনেকে খেয়ে থাকেন। স্বচারাচর ডিমের ভাজি, ডিম অমলেট ২০ টাকা করে বিক্রি করে দোকানিরা। ডিমের দাম খুচরা ১০ টাকা বা ১৫ টাকা হলেও তারা ২০ টাকায় সকল দোকানীরা ডিমের ভাজি, ডিম অমলেট বিক্রি করে থাকে। এদিকে ২নং রেলগেইট এলাকার আল্লাহর দান, আজমেরী বিরিয়ানী, ফুড গার্ডেন রেস্টুরেন্ট, মনির হোটেলে সাদা কাগজে ডিম ভাজি ২৫ টাকা ও ডিমের তরকারী ৩৫ টাকা চার্ট টানিয়ে দেওয়া হয়। এ বিষয়ে পাশের হোটেল শরীফ রেস্তোরার মালিক জামাল হোসেন জানান, আমার দোকানেও চার্ট দিয়ে গিয়েছে আমি জানি না আমার নজরে পরার সাথে সাথে সে চার্ট ছিরে ফেলেছি। কারন এতো লাভ আমার দরকার নেই৷ আজ আমি ৩০টি ডিম এনেছি তার মূল্য ছিল ৪শত টাকা যা ডিমের পারপিছ ১৩.৩৩ টাকা পরেছে আমার পেয়াজ, মরিচ, তেল খরচ দিয়ে একটি ডিম ২০টাকা বিক্রি করলে ৩ টাকার উপর লাভ থাকে। তাহলে কেন অতিরিক্ত টাকা নিবো। আর পাবলিক এখন বোকা না। এ চার্ট টানানোর কারন জানতে চাইলে বলেন, এটি দোকান মালিক সমিতির সভাপতি লাগিয়েছে। এদিকে ২৫ টাকা ডিম ভাজি খেতে আসা কাস্টমারাও মূল্য তালিকা দেখে হতভাগ। তারা বলেন এখনো সিন্ডিকেট ভাঙা হয়নি। দেশ কোথায় আছে কেউ বলতে পারেনা। এ বিষয়ে জানতে দোকান মালিক সমিতির সভাপতি ও ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সাবেক নাসিক কাউন্সিলর মনির হোসেনের সাথে একাদিক বার যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, এ বিষয়টি আমি এই প্রথম শুনলাম হতভাগ হওয়ার মত ঘটনা। এটা কখনোই সম্ভব না ১৩ টাকা কেনা ডিমে ভাজতে ১২ টাকা লাগে। আমি তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করব।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯