গাজী খায়রুজ্জামান:
পানির জোয়ারকে বাধা দিলে; প্লাবিত হয় সমতল…
আর অত্যাচারীর অবিচার বেড়ে গেলে;
ভেঙে যায় ধৈর্যের বাঁধ, ফুসে উঠে জনগন;
গড়ে তুলে জনস্রোতের মহাপ্লাবন
ভেসে যায় অত্যাচারীর গদি আর শাসন -শোষণ।
জনগন পানির মতন; জোয়ারে ভাসায়, ভাটায় নামায় রাজার সিংহাসন।
জনগণের একতা- ঐক্য-
সৃষ্টি করে মহাপ্রলয়কারী জলোচ্ছ্বাস প্লাবন;
ধুঁয়ে-মুছে নিঃশেষ করে দেয় অবিচার-অত্যাচার,
শূন্য করে দেয় স্বৈরাচারী রাজার সিংহাসন।
ইতিহাস সাক্ষী- এমন ঘটনা ঘটেছে বহু
তবুও কেন হয় এসব ঘটনার পুনরাবৃত্তি?
কারণ একটাই-
মানুষ পড়ে, জানে-শুনে কিন্তু করে না ধারণ জ্ঞানে।
মানুষ যখন হয়ে ওঠে অহংকারী, অত্যাচারী, স্বৈরাচারী,
যখন শুরু করে অবিচার-অত্যাচার, জেল-জুলুম, হত্যা আর গুমের মহা উৎসব;
তখন তাদের জ্ঞান শূন্য হয়ে পড়ে, ভুলে যায় ইতিহাসের শিক্ষা।
জেনে রাখুন, মানুষ ইতিহাস ভুলে গেলও , ইতিহাস মানুষকে মনে রাখে;
স্মরণ করিয়ে দেয় বার বার মহাপ্লাবণের কথা ; জনস্রোতের মহাপ্লাবন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯